তথ্য বিবরণী : খুলনা জেলায় আগামী ১৮ অক্টোবর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর জন্মদিন ও শেখ রাসেল দিবস-২০২২ যথাযোগ্য মর্যাদায় উদ্যাপনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা বুধবার( অক্টোবর) দুপুরে খুলনা জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, দিবসটি উদযাপন উপলক্ষে আগামী ১৮ অক্টোবর সকাল সাড়ে আটটায় নগরীর শহিদ হাদিস পার্ক হতে বর্নাঢ্য র্যালি বের হয়ে সার্কিট হাউজ প্রাঙ্গণে গিয়ে শেষ হবে। র্যালি শেষে সার্কিট হাউজ প্রাঙ্গণে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। ঐদিন সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা, কেক কাটা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। জেলা তথ্য অফিস নগরীর শহিদ হাদিস পার্ক ও খুলনা রেলওয়ে স্টেশনে ‘একটি স্বপ্নের নাম শেখ রাসেল’ শীর্ষক প্রামাণ্য চিত্র প্রদর্শন করবে।
এছাড়া দিবসটি উপলক্ষে সরকারি শিশু পরিববারগুলোয় উন্নতমানের খাবার পরিবেশন, শিশুদের জন্য রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন এবং মসজিদ-মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হবে।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাদিকুর রহমানা খান , অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুকুল কুমার মৈত্র, মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার সোনালী সেনসহ সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধি, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।