UsharAlo logo
সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

শেখ সোহেল দম্পতির সুস্থতা কামনায় শীতলাবাড়ির মন্দিরের প্রার্থনা সভা 

koushikkln
জুলাই ১৪, ২০২১ ৯:২৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য, বিসিবি’র পরিচালক ও বঙ্গবন্ধুর ভ্রাতুষপুত্র শেখ সোহেল ও তার সহধর্মিনী শাহারীন জাহান হায়দারের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় ২৭নং ওয়ার্ড যুবলীগের উদ্যোগে নগরীর শীতলাবাড়ি মন্দিরে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জুলাই) সন্ধ্যায় শ্রী শ্রী শীতলাবাড়ি মন্দির প্রাঙ্গনে এই প্রার্থনা সভার আয়োজন করা হয়। প্রার্থনার সভায় বক্তারা বলেন, শেখ সোহেল ও তার পরিবার যেমন জাতি বর্ন নির্বিশেষ খুলনাবাসির সেবায় নিয়োজিত থাকেন। তেমনি আমরাও জাতি বর্ন নির্বিশেষ তাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি। পাশাপাশি তাদের সর্বাঙ্গিন মঙ্গল কামনা করি।
প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, খুলনা মহানগর শাখার আহবায়ক সফিকুর রহমান পলাশ, ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফেরদাউস হোসেন লাবু, পূজা উদযাপন পরিষদ খুলনা মহানগরের সাধারণ সম্পাদক প্রশান্ত কুন্ডু, শীতলবাড়ী মন্দির কমিটির সভাপতি শ্যাম প্রশাদ কর্মকার, সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল, নগর যুবলীগ নেতা আব্দুল কাদের শেখ, অভিজিৎ চক্রবর্তী দেবু, সাবেক ছাত্রনেতা অভিজিৎ পাল,  ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান বাবু, জহির আব্বাস, কামরুজ্জামান ইমরান, পূজা উদযাপন পরিষদের নেতা রতন দেব নাথ, বাবু শীল, বিশ্বজিৎ দে মিঠু, ওয়ার্ড যুবলীগ নেতা ইব্রাহিম হোসেন তপু, জিহাদুর রহমান জিহাদ, মহিদুল হক শান্ত, সুমন ব্যানার্জী, সাগর মজুমদার, এম ডি জনি, শেখ রাসেল, এস এম একরামুল আলম, রাজু সাহা(গনেশ), অতনু কর বাপ্পা, তপন শীল, সৌরভ দাস, পাপ্পু সাহা, ছাত্রলীগ নেতা চিন্ময় মিত্র, আরাফাত হোসেন রাহীব, শঙ্কর কুন্ডু, শেখ রাকিব আহম্মেদ আল মামুন পিয়াল, হৃদয়, শুভ, প্রমূখ।
প্রার্থনা পরিচালনা করেন শ্রী শ্রী শীতলাবাড়ি মন্দিরের প্রধান পুরোহিত রনজিৎ মুখোপাধ্যায়।