তেরখাদা প্রতিনিধি: খুলনা-৪ আসনের এমপি আব্দুল সালাম মূর্শিদী বলেছেন বিশ্বের বর্তমান কঠিন পরিস্থিতির মধ্য বাংলাদেশে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত সাহসী দক্ষ নেতৃত্বে দেশ আজ বিশ্ব দরবারে দুর্বার গতিতে এগিয়ে চলেছে। তিনি আরো বলেন বর্তমান সরকারের আমলে দেশের কোন অ লের অসহায় দুস্থ গরিব মানুষ ভূমিহীন ও গৃহহীন থাকবে না। সরকারের সাহসী ও যুগান্তকারী পদক্ষেপ এর কারণে কর্ণফুলী ট্যানেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ, রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র,মেট্রো রেল প্রকল্প, পদ্মা বহুমুখী সেতু কার্যক্রম বাস্তবায়িত । ফলে দেশ আজ বিশ্ব মানচিত্রে উন্নয়নের রোল মডেল হিসেবে স্থান করে নিয়েছে।
মেসার্স হাজী এন্ড সন্স এর বাস্তবায়নে সোমবার (২৬ ডিসেম্বর) সকাল এগারোটার সময় মুজিব শতবর্ষ উপলক্ষে আব্দুস সালাম মূর্শেদী এমপির নিজস্ব অর্থায়নে ভূমিহীন ও গৃহীনদের জন্য বাসস্থান নির্মাণ কাজের চেক প্রদান অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি বক্তব্যে এ কথাগুলি তিনি বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান শরাফাত হোসেন মুক্তি, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি তেরখাদা ইউপি চেয়ারম্যান এফ এম অহিদুজ্জামান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এফ এম মফিজুর রহমান, এলজিইডি কর্মকর্তা ওয়ালিদ ইবনে হাসান, মাওলানা আব্দুর রাজ্জাক রাজাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।