UsharAlo logo
বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শেখ হাসিনা এখনও ভারতে বসে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত

usharalodesk
ডিসেম্বর ৩, ২০২৪ ১:০৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট :  হেফাজতে ইসলামের বাংলাদেশের যুগ্ম মহাসচিব মুফতি হারুন ইজহার বলেছেন, ফ্যাসিবাদী শক্তি শেখ হাসিনার সরকার বাংলাদেশকে শুধু ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যায়নি, এর পেছনে মূল চালিকাশক্তি ছিল হিন্দুস্থানী আধিপত্যবাদ। তারা দেশের প্রত্যেকটা সেক্টরকে ধ্বংস করেছে। ফ্যাসিবাদী শক্তি এখনও ভারতে বসে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত। প্রতিবিপ্লবের নেশায় সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে ‘ইসকন’ নামের সন্ত্রাসী সংগঠনকে তারা মাঠে নামিয়েছে।

এদিন চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে হেফাজতে ইসলামের যাত্রা, সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি থাকলেও পরে তা বাতিল করা হয়।

মুফতি হারুন ইজহার বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে আলেম-ওলামারা যেভাবে নির্যাতিত হয়েছেন তা ইতিহাসে বিরল। আমাদেরকে রিমান্ডে নিয়ে নির্যাতন করেছে। অবাক হয়েছি, রিমান্ডে ভারতীয় গোয়েন্দা সংস্থা ও দূতাবাসের লোকজনও আমাদের জিজ্ঞাসাবাদ করেছে।

সাধারণ হিন্দুরা ফ্যাসিবাদীদের পাতানো ফাঁদে পা দেয়নি উল্লেখ করে তিনি আরও বলেন, পা দিয়েছে সন্ত্রাসী সংগঠন ইসকন। যেভাবে তারা আইনজীবী আলিফকে হত্যা করেছে, তা পুরো দেশকে হতবাক করেছে। অবিলম্বে ইসকনকে নিষিদ্ধ করতে হবে।

নগর প্রচার সম্পাদক মাওলানা ইকবাল খলিলের সঞ্চালনায় কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আইয়ুব বাবুনগরীর সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন হেফাজতে ইসলাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা নাসির উদ্দিন মনির, মাওলানা মীর ইদ্রিস, মাওলানা কামরুল ইসলাম কাসেমী, মাওলানা নুরুন্নবী, মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা কুতুব উদ্দিন, মাওলানা আসহাব উদ্দিন প্রমুখ।

ঊষার আলো-এসএ