UsharAlo logo
শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

শেখ হাসিনা দেশের দরিদ্র ও অসুস্থ মানুষের প্রতি আন্তরিক : এমপি বাবু

koushikkln
অক্টোবর ৬, ২০২২ ১০:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : খুলনা-৬ আসনের সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, বর্তমান সরকার মুক্তিযুদ্ধের স্বপক্ষের সরকার। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের দরিদ্র ও অসুস্থ মানুষের প্রতি সর্বদা আন্তরিক। তিনি প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানিয়ে এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকাল ৫টায় পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার ৫জন জটিল রোগে আক্রান্ত অসুস্থ ব্যক্তিদের মাঝে চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নির্বাচনী এলাকার অসুস্থ মানুষের কথা চিন্তা করে সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু’র প্রচেষ্টায় পাওয়া পাইকগাছায় ৫জন অসুস্থ ব্যক্তিদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ লাখ ৫০ হাজার টাকার চিকিৎসা সহায়তার চেক প্রদান করা হয়েছে।

পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা ভাইস-চেয়ারম্যান শিহাব উদ্দিন ফিরোজ বুলু, ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, সাঈদ আলী মোড়ল কালাই, এম এম আজিজুল হাকিম, আকরামুল ইসলাম, শাহাবুদ্দিন শাহিন, গৌতম রায়, মাহবুবুর রহমান নয়ন, রায়হান পারভেজ রনি প্রমুখ।