UsharAlo logo
সোমবার, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শেয়ারবাজারে টানা মূল্য সংশোধন

usharalodesk
ফেব্রুয়ারি ১৫, ২০২৪ ৩:২৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : টানা তৃতীয় দিনের মতো শেয়াববাজারে দরপতন হয়েছে। বুধবারও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিভিন্ন কোম্পানির শেয়ারের দাম কমেছে। ফলে দিন শেষে ডিএসইর সূচক কমেছে ২৩ পয়েন্ট এবং বাজার মূলধন কমেছে ১ হাজার কোটি টাকা। এছাড়াও কমেছে লেনদেনও। বিশ্লেষকরা বলছেন, কয়েক দিনের ঊর্ধ্বগতির পর এটা স্বাভাবিক মূল্য সংশোধন।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে এদিন ৩৯৫টি কোম্পানির ৩৫ কোটি ৬ লাখ শেয়ার লেনদেন হয়েছে, যার মোট মূল্য ১ হাজার ১৭৩ কোটি ৫৮ লাখ টাকা। এরমধ্যে দাম বেড়েছে ৭৯টি কোম্পানির শেয়ারের, কমেছে ২৭৮টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির শেয়ারের দাম। ডিএসইর ব্রডসূচক আগের দিনের চেয়ে ২৩ পয়েন্ট কমে ৬ হাজার ৩৭১ পয়েন্টে নেমে এসেছে। ডিএসই-৩০ মূল্যসূচক দশমিক পয়েন্ট বেড়ে ২ হাজার ১৭২ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক দশমিক ২০ পয়েন্ট কমে ১ হাজার ৩৯১ পয়েন্টে নেমে এসেছে। ডিএসইর বাজার মূলধন আগের দিনের চেয়ে কমে ৭ লাখ ৬৯ হাজার কোটি টাকায় নেমে এসেছে।

শীর্ষ দশ কোম্পানি : এদিন ডিএসইতে যে সব প্রতিষ্ঠানের শেয়ার বেশি লেনদেন হয়েছে সেগুলো হলো- বেস্ট হোল্ডিংস, তৌফিকা ফুড, ফরচুন সুজ, ফু-ওয়াং সিরামিক, ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা, আফতাব অটোমোবাইলস, মালেক স্পিনিং, আইএফআইসি ব্যাংক ও এবি ব্যাংক। ডিএসইতে বুধবার যেসব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেশি বেড়েছে সেগুলো হলো-সেন্ট্রাল ফার্মা, সিকদার ইন্স্যুরেন্স, খুলনা প্রিন্টিং, সাফকো স্পিনিং, আনলিমা ইয়ার্ন, আফতাব অটো মোবাইলস, এডিএন টেলিকম, হাইডেল বার্গ সিমেন্ট, মিরাকল ইন্ডাস্ট্রিজ ও এএফসি এগ্রো। অন্যদিকে যে সব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেশি কমেছে সেগুলো হলো-মুন্নু ফেব্রিকস, মিথুন নিটিং, জিএসপি ফাইন্যান্স, অগ্নি সিস্টেম, আরডি ফুড, আইটিসি, সাউথ বাংলা ব্যাংক, ফ্যামিলি টেক্সটাইল, এডভেন্ট ফার্মা ও মালেক স্পিনিং।

ঊষার আলো-এসএ