UsharAlo logo
মঙ্গলবার, ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

শেষ পর্যন্ত ন্যায়বিচার ও ন্যায্যতাই জয়ী হয় : মঞ্জু

ঊষার আলো ডেস্ক
মে ১২, ২০২৫ ১০:৩১ অপরাহ্ণ
Link Copied!

তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ

সত্যের সৌন্দর্য হচ্ছে, এটি অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে নিশ্চিতভাবেই বিজয় লাভ করে। আমাদের এই বিশ্বাস দেয় যে শেষ পর্যন্ত ন্যায়বিচার ও ন্যায্যতাই জয়ী হয়। আসুন, রাজনৈতিক প্রতিহিংসার অবসান ঘটাতে আমরা ঐক্যবদ্ধ হই এবং ইতিহাসের এমন একটি নতুন অধ্যায় খুলি, যেখানে রাজনৈতিক পার্থ্যক্যের জন্য কারও জীবন বা পরিবার ধ্বংস হবে না।
সোমবার (১২ মে) সন্ধ্যা ৭টায় নগরীর কেডিএ এভিনিউস্থ তেঁতুলতলা মোড়ে সোনাডাঙ্গা থানা বিএনপির কার্যালয়ে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে খুলনা ও বরিশাল বিভাগের সমন্বয়ে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু। তিনি আরও বলেন ‘আমরা গণতান্ত্রিক মূল্যবোধকে সমুন্নত করার অঙ্গীকার করি, যা বিশ্বাস ও আদর্শের বৈচিত্রকে ধারণ করে নির্বাচনী অংশগ্রহণের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ধারণ করে জনগণকে ক্ষমতায়িত করে। সেই যাত্রায় সব নাগরিকের অধিকার ও স্বাধীনতার সুরক্ষা এবং একটি অন্তর্ভুক্তিমূলক, সহনশীল ও নিয়মভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে আমরা আইনের শাসন, মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠা করতে চাই।’
শরিফুল ইসলাম সাগরের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, শেখ মোশাররফ হোসেন, জাফরউল্লাহ খান সাচ্চু, এড. ফজলে হালিম লিটন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, আসাদুজ্জামান মুরাদ, ইকবাল হোসেন খোকন, মেহেদী হাসান দিপু, নিজাম-উর রহমান লালু, ইউসুফ হারুন মজনু, সাদিকুর রহমান সবুজ, নিয়াজ আহমেদ তুহিন, শামসুজ্জামান চঞ্চল, কামরান হাসান, শেখ জামিরুল ইসলাম জামিল, ইশহাক তালুকদার, রবিউল ইসলাম রবি, মেজবাহ উদ্দিন মিজু, মহিউদ্দিন টারজান, জাহিদ কামাল টিটো, শরিফুল ইসলাম বাবু, আব্দুল জব্বার, ওমর ফারুক, আব্দুল হাকিম, মাহবুব হোসেন, খায়রুল ইসলাম লাল, মনিরুজ্জামান মনির, মেহেদী হাসান সোহাগ, নুরুল ইসলাম লিটন, শামীম খান, সৈয়দ গাজী, মোহাম্মদ আলী, আসলাম হোসেন, জাকারিয়া লিটন, লিটু পাটোয়ারী, আব্দুল মতিন, মাজেদা খাতুন, শাকিল আহমেদ, ফিরোজ আহমেদ, রাজিবুল আলম বাপ্পি, সাখাওয়াত হোসেন, শাহাবুদ্দিন আহমেদ, মাহমুদ হাসান মুন্না, গৌতম দে হারু, মাসুদ শেখ, মাসুদ রুমী, কামরুল হোসেন এরশাদ, আবু তালেব, মিজানুজ্জামান তাজ, আলমগীর হোসেন, মোস্তফা জামান মিন্টু, মিজানুর রহমান ডিকেন, কামাল হোসেন, জামাল হোসেন, হুমায়ুন কবির, এ আর রহমান, আল বেলাল, মাসুদ খান বাদল, সেলিম বড় মিয়া, গোলাম নবী ডালু, জামান চৌধুরী, আব্দুল জলিল হাওলাদার, সমির সাহা, মোল্লা ফিরোজ আহমেদ, শেখ মাসুদ পারভেজ, পারভেজ মোড়ল, খায়রুল বাসার, শামসুল আলম বাদল, কামরুল আলম খোকন, মাসুদ শেখ, আব্দুস সালাম, লাল মিয়া শিকদার, দুলাল মাতুব্বর, আব্দুল হাই, রিপন হাওলাদার, সোহেল আহমেদ, সিরাজুল ইসলাম সিরাজ, এমরান হোসেন, আরিফ খান লিটন, আসাদ সানা, এসএম সজল, এসএম মাহমুদ, জাহাঙ্গীর হোসেন, আতিকুল রহমান, মমিন গাজী, জুয়েল রহমান, তানভিরুল হুদা লিটন, মনিরুজ্জামান বাবু, ইকবাল হোসেন, ইউনুচ শেখ, সজল আকন নাসির, সাজ্জাদ আলী, রুহুল আমিন রাসেল, নাজমা অক্তার, ছিদ্দিক মাতব্বর, লাকি আক্তার, শাহাআলম, মোমরেজ, রমিজ খান রাজু প্রমুখ।

ঊআ-বিএস