UsharAlo logo
মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

শ্রমিক কর্মচারীদের বকেয়া পাওনা পরিশোধের দাবিতে শিরোমনিতে মানববন্ধন

ফুলবাড়ীগেট প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৪, ২০২৪ ৬:৪৬ অপরাহ্ণ
Link Copied!

 শিরোমণি জুট স্পিনার্স , আটরা শিল্প এলাকার আফিল, হুগলী বিস্কুট কোঃ সহ বন্ধকৃত সকল মিলের শ্রমিক-কর্মচারীদের বকেয়া পাওয়া পরিশোধ, পুর্ণাঙ্গ মিল চালু, কথিত সিবিএ নামধারী দালালদের দৌরাদ্র বন্দ, সহ বিভিন্ন দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।  শুক্রবার বিকাল ৪ টায় শিরোমণি সিএনজি ষ্টান্ডের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন বেসরকারী পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারন সম্পাদক গোলাম রসুল খান। মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, খুলনা শিল্পাঞ্চলের মধ্যে সব থেকে লাভজনক জুট স্পিনার্স মিলটি বেসরকারি এই মিলটির মালিক পক্ষ এবং কিছু স্বার্থানাশি ব্যক্তি নিজের আখের গোছাতে মিলটিকে ধ্বংশ করে দিয়েছে। গভীর ষড়যন্ত্রের মধ্যে দিয়ে চুক্তি অনুযায়ী শ্রমিকদের পাওনা টাকা পরিশোধ করা হয়নি। পরিশোধ করা হয়নি। বকেয়া পাওনা পরিশোধ না করে মিলের এক শ্রেনীর কথিত সিবিএ নেতা নামধারীদেরকে মালিক পক্ষ হাত করে প্রকৃত সিবিএ নেতাদেরকে পাশকাটিয়ে শ্রমিক-কর্মচারীদের স্বার্থ পরিপস্থি কর্মকান্ড শুরু করে।

এছাড়া আফিল জুট মিল ও হুগলী বিস্কুট শ্রমিক কর্মচারীদের চুড়ান্ত পাওনা শ্রম আইন মোতাবেক পরিশোধ এর জোর দাবি জানানো হয় মানববন্ধন থেকে। জুট স্পিনার্স শ্রমিক কর্মচারী ইউনিয়ন এর সভাপতি শেখ শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং শ্রমিক নেতা জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় শ্রমিক জনসভায় প্রধান বক্তা ছিলেন বেসরকারী পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেন। শ্রমিক জনসভায় বক্তৃতা করেন জুট স্পিনার্সের শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক শেখ আবুল কালাম আজাদ।

আফিল জুট মিল মজদুর ইউনিয়নের সাধারন সম্পাদক নিজামউদ্দীন, হুগলী বিস্কুট শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি কাজী মুস্তাফিজুর রহমান, সাইফুল্লাহ তারেক,শ্রমিক নেতা মো. মুজিবুর রহমান, মো. লিটন হোসেন, মো. রেজাউল ইসলাম, মো. রবিউল ইসলাম, মো. মেহেদী হাসান, মো. আলাাউদ্দিন, মো মনিরুল ইসলাম, আনসার মীর, আব্দুস সালাম। শ্রমিক জনসভা থেকে দাবী আদায়ে লক্ষে আগামি ১ মার্চ সন্ধায় শিরোমনিতে বিক্ষোভ মিছিল কর্মসুচি ঘোষনা করা হয়।