ঊষার আলো প্রতিবেদক : খুলনায় শ্রমিক নেতা আল আমিনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ধর্মঘট কর্মসূচি পালন করছে ট্যাংকলরি শ্রমিকরা। সোমবার (২৮ মার্চ) দুপুর দেড়টায় জ্বালানি তেল সরবরাহ না করে নগরীর খালিশপুর নতুন রাস্তা ও কাশিপুর মোড়ে রাস্তার উপর ট্যাংকলরি রেখে শ্রমিকরা এ ধর্মঘট কর্মসূচি পালন করেন। ধর্মঘট চলাকালে শ্রমিকরা রাস্তায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মীর মোকসেদ আলী ও সাধারণ সম্পাদক আলী আজম বলেন, অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করা না হলে অনির্দিষ্টকালের জন্য ট্যাংকলরি ধর্মঘট চলবে। এদিকে, শ্রমিকদের ধর্মঘটের ফলে খুলনা বিভাগের ১০ ও বৃহত্তর ফরিদপুরের ৫ জেলায় তেল সরবরাহ বন্ধ রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত ছিল।
সোমবার দুপুর সাড়ে ১২টায় ট্যাংলরী শ্রমিক ইউনিয়নের লাইন সম্পাদক আল আমিন খালিশপুর নয়াবাটি রোডের বাসা থেকে বের হন। তিনি পাশ্ববর্তী মোড়ে পৌছালে ৪টি মোটরসাইকেলে এসে ৮/৯ জন সন্ত্রাসী আল আমিনের উপর হামলা চালায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।