UsharAlo logo
রবিবার, ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শ্রমিক নেতা আবুল কাশেমের মৃত্যুতে নগর ছাত্রলীগের শোক

ঊষার আলো
মার্চ ১৯, ২০২১ ৮:১২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : খুলনা মহানগর শ্রমিক লীগের সভাপতি বর্ষীয়ান শ্রমিক নেতা আবুল কাশেম মোল্লার মৃত্যুতে গভীর শোক জানিয়ে বিবৃতি দিয়েছে খুলনা মহানগর ছাত্রলীগ। শুক্রবার(১৯ মার্চ ) এক শোক বিবৃতিতে জানান মহানগর ছাত্রলীগ নেতৃবৃন্দ। মহানগর নেতৃবৃন্দ শোক বিবৃতিতে বলেন শ্রমিকনেতা আবুল কাসেম মোল্লার মৃত্যুতে খুলনা মহানগর ছাত্রলীগ পরিবার গভীর ভাবে শোকাহত। তার মৃত্যুতে দল হারলো এক নিবেদিত প্রাণ ও নিঃস্বার্থ কর্মীকে। খুলনা মহানগর ছাত্রলীগ তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
উল্লেখ্য যে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০ ঘটিকায় নগরীর নতুনবাজারস্থ নিজ বাসভবনে তিনি অস্স্থুতা জনিত কারনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহি……. রাজিউন)। শুক্রবার সকাল ১০ ঘটিকায় দলীয় কার্যালয়ে প্রথম জানাযা শেষে দলের পক্ষথেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ নিয়ে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। শোক বিবৃতিদাতারা হলেন খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল।