UsharAlo logo
রবিবার, ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শ্রমিক লীগ নেতা মোল্লা আবুল কাসেম এর মৃত্যুতে নগর যুবলীগের শোক

ঊষার আলো
মার্চ ১৯, ২০২১ ১১:৫৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : খুলনা মহানগর শ্রমিক লীগের সভাপতি মোল্লা আবুল কাসেম(৮৬) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……..রাজিউন)। বৃহষ্পতিবার (১৮ মার্চ) রাত সাড়ে দশ টায় চিকিৎসাধীন অবস্থায় খুলনায় তার মেয়ের বাসায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখেগেছেন। শুক্রবার (১৯ মার্চ) সকাল ১০ টায় নগরীর শঙ্খ মার্কেটস্থ দলীয় কার্যালয়ে মরহুমের মরদেহ আনা হয়। এ সময় যুবলীগের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন, কাজী কামাল হোসেন, অভিজিৎ পাল, জব্বার আলী হীরা, জহির আব্বাস প্রমূখ। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ হাদিস পার্কে মরহুমের নামাজের জানাযায় অংশগ্রহন করে নেতৃবৃন্দ। জানাযা শেষে মরহুমের লাশ তার গ্রামের বাড়ী গোপালগঞ্জ এ পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।
এদিকে মোল্লা আবুল কাসেমএর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ, খুলনা মহানগর শাখার নেতৃবৃন্দ। বিবৃতিদাতা নেতৃবৃন্দরা হলেন নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ ও যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন।
বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের বিহেদী আত্মার শান্তি কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

(ঊষার আলো-এমএনএস)