ঊষার আলো ডেস্ক: খুলনা মেট্রোপলিটন পুলিশ-কেএমপি’র অভিযানে ৬০ লিটার দেশীয় চোলাই মদসহ এক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে।
কেএমপি’র গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে মহানগর ডিবি পুলিশের একটি বিশেষ টিম খুলনা থানাধীন স্টেশন রোড সংলগ্ন (বার্মাশীল) শ্রীশ্রী কাশিয়াবাড়ি কালী মন্দিরের গেটের সামনে অভিযান চালিয়ে মোঃ সেকেন্দার মাঝি ওরফে সিকুকে (৭৬) গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ৬০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত সিকু বটিয়াঘাট উপজেলার রাঙ্গেমারী গ্রামের মৃতঃ ইনতাজ উদ্দিন মাঝির পুত্র। এ ঘটনায় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে খুলনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
ঊআ-বিএস