UsharAlo logo
রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সংকট মোকাবেলায় সমবায়ে উজ্জীবিত হতে হবে

usharalodesk
মে ৮, ২০২১ ৮:০০ অপরাহ্ণ
Link Copied!

খুলনায় ফোয়াবের কর্মশালায় যুগ্ম নিবন্ধক মিজানুর রহমান

ঊষার আলো রিপোর্ট : খুলনায় বটিয়াঘাটার চিংড়ি চাষীদের নিয়ে কোভিড-১৯ মহামারীকালীন উত্তম মৎস্য চাষ পদ্ধতি অনুসরণ ও খামারীর করণীয় বিষয়ক একদিনের কর্মশালা শনিবার (৮ মে ) বয়রাস্থ সমবায় ইনস্টিটিউট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের ফিসারি প্রোডাক্টস বিজনেস প্রোমোশন কাউন্সিল (এফপিবিপিসি) ও ফিস ফার্ম ওনার্স এসোসিয়েশন বাংলাদেশ (ফোয়াব) যৌথ অর্থায়নে এবং মৎস্য বিভাগ খুলনার সহযোগিতায় স্বাস্থ্যবিধি মেনে এক কর্মশালা আয়োজন করে। কর্মশালায় খুলনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমবায় বিভাগ খুলনার যুগ্ম নিবন্ধক মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন খুলনা শ্রম আদালত সদস্য আলাউদ্দিন আল আজাদ মিলন। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সাসটেইনেবল কোস্টার মেরিন ফিসারি প্রোজেক্ট, খুলনা’র উপ-পরিচালক সরোজ কুমার মিস্ত্রি ও ডুমুরিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক। ফিস ফার্ম ওনার্স এসোসিয়েশন বাংলাদেশ (ফোয়াব)-এর সভাপতি মোল্লা সামছুর রহামান শাহীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রুবেল, ফিশারি প্রোডাক্ট বিজনেস প্রমোশন কাউন্সিল বাণিজ্য মন্ত্রণালয়ের প্রোগ্রাম নির্বাহী পলাশ কুমার ঘোষ, খুলনা কেন্দ্রীয় মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ-এর সহ-সভাপতি বিকাশ চন্দ্র বিশ্বাস, পরিচালক বিকাশ চন্দ্র সরকার, খুলনা জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের মহিলা সম্পাদিকা বুলুরানী মণ্ডল, শেখ শাকিল হোসেন, চহেড়া ক্লাস্টার চিংড়ি চাষ সমিতির সাধারণ সম্পাদক মাস্টার রবীন্দ্র নাথ, সাফায়েত হোসেন শাওন, আবির মোল্লা প্রমুখ।
কর্মশালায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, করোনাকালীন সংকট মোকাবেলায় সমবায়ের মাধ্যমে উজ্জীবিত হতে হবে।

(ঊষার আলো-এমএনএস)