UsharAlo logo
রবিবার, ২৫শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

সচিবালয়ের একটা পক্ষ ষড়যন্ত্র করছে, দাবি হাসনাত আব্দুল্লাহর

ঊষার আলো রিপোর্ট
মে ২৫, ২০২৫ ৪:৩৮ অপরাহ্ণ
Link Copied!

অন্তবর্তী সরকারকে বিতর্কিত করতে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তার দাবি, সচিবালয়ের একটা পক্ষ ষড়যন্ত্র করছে।

রোববার দুপুরে চট্টগ্রামের বাঁশখালী উপজেলা পরিষদ চত্বরে এক পথসভায় তিনি এ দাবি করেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আমরা যখন এখানে কথা বলছি, তখনো ঢাকায় ষড়যন্ত্র চলছে। সচিবালয়ের একটা পক্ষ ষড়যন্ত্র করছে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা নিজেদের বিকল্পহীন মনে করবেন না। মনে করলে ছাত্র-জনতা আপনাদের বিকল্প খুঁজে নেবে। সরকারকে বিতর্কিত করতে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে।’

অন্তর্বতী সরকারকে সফল করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘গণঅভ্যুত্থান পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন সৃষ্টির চেষ্টা চলছে। সব ষড়যন্ত্র উপেক্ষা করে অন্তর্বতী সরকারকে সফল করতে হবে।’

বাংলাদেশে আর কখনো হাসিনার শাসন ফিরবে না উল্লেখ করে এনসিপির এ নেতা বলেন, ‘পলাতক সরকার দেশে ফিরতে পারলে কখনো পালাতো না। বাংলাদেশে আর কখনো হাসিনাশাহীর শাসন ফিরবে না। গণমাধ্যমকর্মীদের বলতে চাই, আপনারা আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের পক্ষে বাংলাদেশপন্থি সাংবাদিকতা করুন।’

এনসিপির কেন্দ্রীয় সদস্য জাওয়াদুল করিমের সঞ্চালনায় পথসভায় দলটির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সদস্য সদস্য সচিব ডা. তাসনীম জারা, সুজা উদ্দীন, নাহিদা সরোয়ার নিভা, মীর আরশাদুল হক, চট্টগ্রাম অঞ্চল তত্ত্বাবধায়ক হাসান আরিফ, বৈষম্যবিরোধী আন্দোলন চট্টগ্রাম মহানগরের সভাপতি আরিফ মঈনুদ্দিন, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ইমন সৈয়দ বক্তব্য রাখেন।

ঊষার আলো-এসএ