UsharAlo logo
বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সততা ও ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে : মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক

koushikkln
ডিসেম্বর ৩, ২০২৩ ৪:১৪ অপরাহ্ণ
Link Copied!

বিভাগীয় হিসাব নিয়ন্ত্রকের কার্যালয়ের আওতাধীন পে-পয়েন্ট সমূহ এবং বাণিজ্যিক অডিট অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের সাথে এক মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার: বাংলাদেশের মহা: হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মো: নুরুল ইসলাম শুক্রবার সকাল সাড়ে ১১টায় বিভাগীয় হিসাব নিয়ন্ত্রকের খুলনা কার্যালয়ে পৌছান। বিভাগীয় হিসাব নিয়ন্ত্রকের খুলনা কার্যালয়ের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। গার্ড অব অনার গ্রহণ শেষে (সিএজি) বিভাগীয় হিসাব নিয়ন্ত্রকের খুলনা কার্যালয় পরিদর্শন করেন। সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি বিভাগীয় হিসাব নিয়ন্ত্রকের কার্যালয়ের আওতাধীন পে-পয়েন্ট সমূহ এবং বানিজ্যিক অডিট অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন মো: নুরুল ইসলাম (বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক)। সভাপতিত্ব করেন বিভাগীয় হিসাব নিয়ন্ত্রক মোহা: নুরুল আবসার এবং বিভাগীয় হিসাব নিয়ন্ত্রকের কার্যালয়ের উপ-বিভাগীয় হিসাব নিয়ন্ত্রক নাসিফ কবির। বানিজ্যিক অডিট অধিদপ্তরের উপ-পরিচালক মো: মিলটন হোসেন ও নিরীক্ষণ ও হিসাব রক্ষণ কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। উক্ত মতবিনিময় সভায় স্বচ্ছতা ও জবাবদিহীতা নিশ্চিত করার বিষয়ে নির্দেশনা দেন মহা হিসাব নিরীক্ষ ও নিয়ন্ত্রক। সততা ও ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে বলেও (সিএজি) নির্দেশনা প্রদান করেন। সেবাকে মানুষের দ্বারপ্রান্তে পৌছে দিতে হবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন। বিশেষত পেনশন সেবা সহজীকরণের বিষয়ে তিনি গুরুত্বারোপ করেন। শনিবার সকালে তিনি মোংলা উপজেলা হিসাবরক্ষণ কার্যালয় পরিদর্শন শেষে এবং ঢাকায় প্রত্যাবর্তন করেন।

ঊআ/বিএস