ঊষার আলো ডেস্ক : মৃত্যুঞ্জয়ী জননেতা কমরেড রাশেদ খান মেনন হত্যা প্রচেষ্টার ৩০তম বার্ষিকীতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্র কমিটি ঘোষিত ১৭ আগস্ট সন্ত্রাস বিরোধী কর্মসূচির অংশ হিসেবে বুধবার পার্টির খুলনা জেলা ও মহানগর কমিটির যৌথ উদ্যোগে ১নং ধর্মসভা ক্রস রোড পার্টির কার্যালয় থেকে বিকেল সাড়ে ৫টায় বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে খুলনা প্রেস ক্লাবে এসে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, বিএনপি সরকারের আমলে ১৯৯২ সালে ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জননেতা কমরেড রাশেদ খান মেননকে সন্ত্রাসীরা গুলি করে হত্যার চেষ্টা করেছিল। কিন্তু ৩০ বছরেও মেনন হত্যা চেষ্টার বিচার না হওয়ায় সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে, অবিলম্বে তদন্তপূর্বক জননেতা কমরেড রাশেদ মেননকে হত্যা চেষ্টাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
পার্টির জেলা সভাপতি কমরেড এড. মিনা মিজানুর রহমানের সভাপতিত্বে এবং মহানগর সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন পার্টির কেন্দ্রীয় সদস্য কমরেড দিপংকর সাহা দিপু, জেলা সাধারণ সম্পাদক কমরেড আনসার আলী মোল্লা, মহানগর সাধারণ সম্পাদক কমরেড এস এম ফারুখ-উল ইসলাম, জেলা সম্পাদকম-লীর সদস্য কমরেড দেলোয়ার উদ্দিন দিলু, মহানগর সম্পাদকম-লীর সদস্য কমরেড মনির আহমেদ, কমরেড আব্দুস সাত্তার মোল্লা, কমরেড নারায়ণ সাহা, কমরেড আমিরুল সরদার, নির্বাহী সদস্য কমরেড বাবুল আখতার, কমরেড অজয় দে, কমরেড এড. কামরুল হোসেন জোয়ার্দ্দার, কমরেড ফারুক মাস্টার, কমরেড কৃষ্ণকান্তি ঘোষ, কমরেড বাবুল হোসেন, শ্রমিকনেতা মুজিবর রহমান, যুব নেতা অরূপ নাগ, জগদ্বিশ চন্দ্র ম-ল, ছাত্র মৈত্রীর জেলা সভাপতি বিকাশ চন্দ্র ম-ল, ছাত্র নেতা নাজমুল হোসেন বাবু, সাদ্দাম হোসেন প্রমুখ।
অনুরূপ কর্মসূচি পালন করেছে পার্টির ফুলতলা উপজেলা কমিটি।