UsharAlo logo
বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সরকার পতনে একদফার আন্দোলন শুরু হয়ে গেছে : খুলনা বিএনপি

koushikkln
অক্টোবর ১০, ২০২২ ১০:৫১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : খুলনা বিএনপি’র নেতৃবৃন্দ বলেছেন, স্বৈরাচার আওয়ামী সরকার পতনে একদফার আন্দোলন শুরু হয়ে গেছে। আগামী ২২ অক্টোবর খুলনা বিভাগীয় গণসমাবেশ বিশাল জনসমুদ্রে পরিণত হবে। ইতোমধ্যে নিশিরাতের ভোটডাকাত সরকারের প্রধানমন্ত্রী বলেছেন, উনার অবসরের সময় হয়ে গেছে। তিনি তো অবসর নিয়েই ফেলেছেন, অথাৎ বিমানবন্দর পাহার দিতে হবে, দেশের সীমান্ত দ্বারগুলো পাহারা দিতে হবে- যাতে লুটেরা সরকারি দলের কেউ পালিয়ে যেতে না পারে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে অচিরেই জনগনের সরকার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ্।
সোমবার (১০ অক্টোবর) বিকেলে শোক র‌্যালি পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে দলীয় কার্যালয়ের সামনে বক্তারা এসব কথা বলেন। জনগনের ন্যায্য দাবি আদায়ে সম্প্রতি ফ্যাসিষ্ট সরকার বিরোধী কর্মসূচি পালনকালে দলীয় পাঁচজন নেতা নিহত ও দেশের বিভিন্ন স্থানে আওয়ামী সন্ত্রাসী এবং পুলিশী হামলার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত এ কর্মসূচির আয়োজক খুলনা জেলা বিএনপি।
জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খানের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপি’র সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী ও যুগ্ম-আহবায়ক শেখ আবু হোসেন বাবু।
নগরীর পাওয়ারহাউজ মোড় থেকে শোক র‌্যালি শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কে.ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। খুলনা জেলার নয়টি উপজেলা, দু’টি পৌরসভাসহ মহানগরীর পাঁচ থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী শোক র‌্যালিতে অংশগ্রহন করেন।
র‌্যালিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোঃ রকিব মল্লিক, স ম আব্দুর রহমান, মোল্লা মোশাররফ হোসেন মফিজ, শেখ তৈয়বুর রহমান, এসএম শামীম কবির, আশরাফুল আলম নান্নু, শামসুল আলম পিন্টু, কাজী মাহমুদ আলী, এনামুল হক সজল, শের আলম সান্টু, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী, চৌধুরী হাসানুর রশীদ মিরাজ, মনিরুজ্জামান মন্টু, ডাঃ আব্দুল মজিদ, শেখ জাহিদুল ইসলাম, আশফাকুর রহমান কাকন, কেএম হুমায়ুন কবির, সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ, এহতেশামুল হক শাওন, খায়রুল ইসলাম খান জনি, অসিত কুমার সাহা, শাকিল আহমেদ দিলু, ইলিয়াস হোসেন মল্লিক, মোল্লা এনামুল কবির, মোঃ হাফিজুর রহমান, সুলতান মাহমুদ, মনিরুজ্জামান লেলিন, এসএম মুর্শিদুর রহমান লিটন, নাজমুস সাকির পিন্টু, খন্দকার ফারুক হোসেন, সেলিম সরদার, রফিকুল ইসলাম বাবু, নাজিরউদ্দিন আহমেদ নান্নু, এ্যাড. মোহাম্মদ আলী বাবু, আবু সাঈদ হাওলাদার আব্বাস, গাজী আফসার উদ্দিন, মোল্লা ফরিদ আহমেদ, ঢালী আব্দুস সালাম, কাজী শাহ নেওয়াজ নিরু, তারিকুল ইসলাম, খন্দকার হাসিনুল ইসলাম নিক, মিজানুর রহমান মিল্টন, শফিকুল ইসলাম শফি, মোঃ আলী আক্কাস, আজিজা খানম এলিজা, হাসনাত রিজভী মার্শাল, সরদার আব্দুল মালেক, রাহাত আলী লাচ্চু, দিদারুল হোসেন, হেলাল উদ্দিন, জাফরি নেওয়াজ চন্দন, শেখ আজগর আলী, সাঈদুজ্জামান খান, সাজ্জাদ আহসান পরাগ, আরিফ ইমতিয়াজ খান তুহিন, আতাউর রহমান রনু, আব্দুল মান্নান মিস্ত্রী, আব্দুল আজিজ সুমন, মোল্লা কবির হোসেন, শেখ আবু সাঈদ, উজ্জল কুমার সাহা, খান ইসমাঈল হোসেন, মোল্লা সাইফুর রহমান, হাবিবুর রহমান হাবিব, জাবেদ মল্লিক, আব্দুল মান্নান খান, মোজাফফর হোসেন, এ্যাড. তসলিমা খাতুন ছন্দা, হেলাল আহমেদ সুমন, আজাদ আবুল কালাম, এ্যাড. কানিজ ফাতেমা আমিন, আনজিরা খাতুন, নিঘাত সীমা, সালমা বেগম, কাওছারী জাহান মঞ্জু, পাপিয়া রহমান পারুল, রাবেয়া ফাহিদ হাসনা হেনা, ফরিদা বেগম, লুবনা ইয়াসমিন, মোঃ আশরাফুল ইসলাম, শফিকুল ইসলাম শাহিন, মুস্তাসির আল মামুন, আল আমিন সানা ও জাহিদুর রহমান রাজু প্রমুখ।