UsharAlo logo
শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সর্দি-কাশি নিরাময়ে কার্যকরী তুলসি পাতা

usharalodesk
জুলাই ২৯, ২০২১ ৬:২৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : তুলসি পাতায় রয়েছে একাধিক ঔষধি গুণ ও রোগ নিরাময়ের ক্ষমতা। ছোটোখাটো অনেক রোগের ওষুধ হিসেবে এই তুলসি পাতা ব্যবহার করা হয়ে থাকে। আজ দেখে নেওয়া যাক এমনই কিছু শারীরিক সমস্যায় প্রতিকার হিসেবে তুলসি পাতার ব্যবহার।

কিডনির সমস্যা: তুলসি পাতা কিডনির বেশ কিছু সমস্যার সমাধান করে থাকে। তুলসি পাতার রস প্রতিদিন একগ্লাস করেও খেতে পারলে কিডনিতে স্টোন হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। যদি কিডনিতে পাথর জমে যায় তাহলে তুলসিপাতার রস টানা ৬ মাস খেতে পারলে সেই স্টোন মূত্রের সাথে বেরিয়ে যায়।

সর্দি ও কাশি: সর্দি-কাশি প্রায় প্রত্যেকটি মৌসুমের খুব সাধারণ একটি সমস্যা। এই সমস্যার হাত থেকে মুক্তি পেতে গেলে তুলসি পাতা পাঁচ মিনিট ধরে চিবিয়ে রসটি গিলে নিন। এই সমস্যার হাত থেকে সহজেই সমাধান পেয়ে যাবেন।

গলা ব্যথা: সামান্য গরম পানিতে তুলসি পাতা দিয়ে সেদ্ধ করে কুলকুচি করলে কিংবা পান পারলে গলার ব্যথা দ্রুত সেরে যাবে।

ত্বকের সমস্যা: ত্বকে ব্রণর সমস্যা সমাধানের একটি সহজলভ্য এবং অন্যতম উপাদান হল তুলসি পাতা। এছাড়া বিভিন্ন রকম অ্যালার্জির সমস্যায় তুলসিপাতা অত্যন্ত কার্যকর। তুলসি পাতার পেস্ট তৈরি করে তা ত্বকে লাগালে এ সমস্যাগুলি অনেকটাই কমে যায়।

(ঊষার আলো-এফএসপি)