UsharAlo logo
রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সাতক্ষীরায় চলছে ভোটগ্রহণ

usharalodesk
অক্টোবর ১৭, ২০২২ ১২:১৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : সাতক্ষীরায় একজন চেয়ারম্যান, ৩জন সংরক্ষিত মহিলা ও ৭জন সাধারণ সদস্য পদে নির্বাচনের জন্য চলছে ভোট গ্রহণ। নির্বাচনে চেয়ারম্যান পদে দুই জন, ৩টি সংরক্ষিত নারী ওয়ার্ডে সদস্যা পদে ১০জন ও ৭টি সাধারণ ওয়ার্ডে সদস্য পদে ২৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ। বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে বেলা ২টা পর্যন্ত। তার পর শুরু হবে ভোট গ্রহণ।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, জেলার ৭টি উপজেলায় স্থাপিত স্থাপিত ১২টি ভোট কেন্দ্রে ১১ জন জনপ্র্রতিনিধি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন ১০৫৯ জন জনপ্রতিনিধি ভোটার। নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও জেলা আ’লীগের একাধিকবার নির্বাচিত সাধারণ সম্পাদক এবং জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্তমান প্রশাসক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম প্রতিদ্ব›িদ্বতা করছেন মোটরসাইকেল প্রতীক নিয়ে। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি এম খলিলুল্লাহ ঝড়ুর লড়ছেন চিংড়ি মাছ প্রতীক নিয়ে।

নির্বাচনে নারী সদস্য পদে সংরক্ষিত ১নং ওয়ার্ডে ফুটবল প্রতীক নিয়ে রোকেয়া মোসলেম উদ্দীন ও দোয়াত কলম প্রতীক নিয়ে মাহফুজা সুলতানা রুবি, সংরক্ষিত ১নং ওয়ার্ডে টেবিল ঘড়ি প্রতীকে সোনিয়া পারভীন শাপলা, মাইক প্রতীকে এড. শাহনেওয়াজ পারভীন মিলি, বই প্রতীকে নাজমুন্নাহার মুন্নি ও ফুটবল প্রতীকে রাশিদা খাতুন, সংরক্ষিত ৩নং ওয়ার্ডে দোয়াত কলম প্রতীকে রোজিনা পারভীন, ফুটবল প্রতীকে শিল্পী রাণী মহালদার, হরিণ প্রতীকে ফতেমা খাতুন রিক্তা ও বই প্রতীক নিয়ে লড়ছেন রোকেয়া খাতুন।

এছাড়া সাধারণ ১নং ওয়ার্ডে বৈদুতিক পাখা প্রতীকে ইন্দ্রজিত দাস, তালা প্রতীকে সফিকুল ইসলাম ও টিউবঅয়েল প্রতীকে মীর জাকির হোসেন, ২নং ওয়াডে অটোরিক্সা প্রতীকে মতিয়ার রহমান গাজী, তালা প্রতীকে শেখ আশিকুর রহমান ও টিউবঅয়েল প্রতীকে ও আমজাদ হোসেন, ৩নং ওয়ার্ডে টিউবঅয়েল প্রতীকে মনিরুল ইসলাম, তালা প্রতীকে গোলাম মোস্তফা ও অটোরিক্সা প্রতীকে সৈয়দ আমিনুর রহমান, ৪নং ওয়ার্ডে তালা প্রতীকে নজরুল ইসলাম ও হাতি প্রতীকে আল ফেরদৌস, ৫নং ওয়ার্ডে বৈদুতিক পাখা প্রতীকে মোঃ ফজলুল হক, তালা প্রতীকে মোঃ নুরুজ্জামান ও টিউবঅয়েল প্রতীকে শেখ ফিরোজ কবির, ৬নং ওয়ার্ডে তালা প্রতীকে আব্দুল হাকিম, হাতি প্রতীকে মহিতুর রহমান, টিউবঅয়েল প্রতীকে সামসুল আলম, উটপাখি প্রতীকে হাবিবুর রহমান ও বক প্রতীকে তোষিকে কাইফু এবং ৭নং ওয়ার্ডের্ বৈদুতিক পাখা প্রতীকে মোর্তজা কামাল, হাতি প্রতীকে গোলাম মোস্তফা, তালা প্রতীকে ডালিম কুমার ঘরামী, ক্রিকেট ব্যাট প্রতীকে মল্লিক ফজলুল হক, টিউবঅয়েল প্রতীকে মাকছুদুর রহমান ও বক প্রতীক নিয়ে প্রতিদ্ব›িদ্বতা করছেন মোহাম্মদ নুরুল হক।
তবে এদের মধ্যে তিনজন প্রার্থী নির্বাচনের আগের দিন রোববার তাদের প্রার্থীতা প্রত্যাহারের ঘোষনা দিয়ে নির্বাচন থেকে সরে দাড়িয়েছেন।

তারা হলেন, ৫নং ওয়ার্ডের তালা প্রতীকের মোঃ নুরুজ্জামান জামু এবং ৬নং ওয়ার্ডের উটপাখি প্রতীকের হাবিবুর রহমান ও বক প্রতীকের তোষিকে কাইফু।

ঊষার আলো-এসএ