খুলনা মহানগর ডিবি পুলিশের অভিযানে ২৩নং ওয়ার্ড মহিলা লীগের সভাপতি ও সাবেক সংরক্ষিত নারী কাউন্সিলর কনিকা সাহা (৫৮) গ্রেফতার হয়েছেন। সোমবার (১৮ ফেব্রুয়ারী) দিনগত রাত সাড়ে ১২টায় খুলনা সদর থানাধীন সিমেট্টী রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
কেএমপির ডিবির ওসি তৈমুর ইসলাম বলেন, সোমবার দিনগত রাতে অভিযানে ২৩ নং ওয়ার্ড মহিলালীগের সভাপতি ও খুলনা মহানগরীর ২১,২২,২৩ নং ওয়ার্ডের সাবেক সংরক্ষিত নারী কাউন্সিলর কনিকা সাহাকে গ্রেফতার করা হয়। সে ওই এলাকার বাসিন্দা মৃত প্রভাষ চন্দ্র সাহার স্ত্রী। তার বিরুদ্ধে গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমানোর জন্য তাহার সন্ত্রাসী ছাত্রলীগ ও যুবলীগ ক্যাডারদের সহযোগীয়তায় আন্দোলন ব্যাহত করতে বিভিন্ন প্রকার সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করার অভিযোগ রয়েছে।
ঊআ-বিএস