UsharAlo logo
রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও তার পরিবারের বিরুদ্ধে ৫ মামলা

ঊষার আলো ডেস্ক
অক্টোবর ৯, ২০২৪ ৬:২৫ অপরাহ্ণ
Link Copied!

আওয়ামী সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও পাচারের অভিযোগে মামলা করেছে দুদক।

গণঅভ্যুত্থানের পর বিগত সরকারের প্রভাবশালী প্রথম কোনো মন্ত্রীর বিরুদ্ধে মামলা করলো রাষ্ট্রীয় দুর্নীতি বিরোধী এই সংস্থা। বুধবার কমিশনের অনুমোদন পর তার পরিবার ও এপিএসসহ তাদের বিরুদ্ধে মোট ৫টি পৃথক মামলা করে দুদক।

প্রত্যেক মামলার আসামি করা হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে। কামাল ছাড়াও মামলার অন্য আসামিরা হচ্ছেন, তার স্ত্রী লুৎফুল তাহমিনা খান, তার ছেলে শাফি মোদাচ্ছের খান, মেয়ে সোফিয়া তাসনিম খান ও সহকারী একান্ত সচিব মনির হোসেন।

গত ১৫ আগস্ট নিয়োগ-পদোন্নতি কিংবা বদলিতে ঘুষ নেওয়ার অভিযোগে অনুসন্ধান শুরু দুদক। অনুসন্ধানে সংস্থাটির উপ-পরিচালক জাহাঙ্গীর আলমকে দল নেতা করা হয়।