ঊষার আলো ডেস্ক : আওয়ামী লীগ খুলনা জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক হুইপ এস এম মোস্তফা রশিদী সুজার ৪র্থ মৃত্যুবার্ষিকী ২৭ জুলাই। মৃত্যুবার্ষিকী যথাযথভাবে পালন করার জন্য জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ রবিবার (২৪ জুলাই) বেলা ৫ টায় দলীয় কার্যালয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন করেন।
আলোচনায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশীদ। আলোচনায় অংশ নেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, বি এম এ ছালাম, মোঃ রফিকুর রহমান রিপন, মোঃ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, মোঃ কামরুজ্জামান জামাল, মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, এম এ রিয়াজ কচি, খায়রুল আলম, অসিত বরণ বিশ্বাস প্রমুখ।
গৃহিত কর্মসূচির মধ্যে রয়েছে ২৭ জুলাই দিনব্যাপী পবিত্র কোরআন খতম, সকাল ৯টায় কবর জিয়ারত, সকাল ১০ টায় জেলার দলীয় কার্যালয়ে প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন, বেলা ৪টায়, দলীয় কার্যালয়ে স্মরণ সভা ও দোয়া মাহফিল এবং জেলার আওতাধীন সকল উপজেলায় যথাযথ ভাবে মৃত্যুবার্ষিকী পালন।