UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সালাম মূর্শেদী দম্পতির নিজস্ব অর্থায়নে দিঘলিয়ায় উপজেলায় শীতবস্ত্র বিতরণ

koushikkln
ফেব্রুয়ারি ১৩, ২০২২ ১০:০৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : খুলনা জেলার দিঘলিয়া উপজেলার সেনহাটী মহিলা মাধ্যমিক বিদ্যালয় মাঠ ও আর ডি এন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে রোববার (১৩ ফেব্রুয়ারি) উপজেলা মহিলা লীগ এবং যুব মহিলা লীগের নেতৃবৃন্দের মাঝে আব্দুস সালাম মূর্শেদী এমপি ও তার সহধর্মিনী মিসেস সারমিন সালাম এর নিজস্ব অর্থায়নে শীত বস্ত্র বিতরণ করা হয়।

এ সময় দিঘলিয়া উপজেলা মহিলা লীগ এর সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য সামসুন নাহার এর সভাপতিত্বে  ভিডিও কন্ফারেন্স এর মাধ্যমে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য  ফ ম আব্দুস সালাম, দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন, খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক মোঃ মোতালেব হোসেন, সেনহাটী ইউনিয়ন আওয়ামী লীগ এর সভাপতি সৈয়দ মিজানুর রহমান, দিঘলিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগ এর ভারপ্রাপ্ত সভাপতি শেখ আনসার আলী, সাধারণ সম্পাদক শেখ মুন্জুর হোসেন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি সাইফুল ইসলাম রিতা, উপজেলা যুবলীগের সভাপতি শেখ মনিরুল ইসলাম, এমপি মহোদয় এর চিপ কোয়ার্ডিনেটর মোঃ নোমান ওসামানী রিচি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মোঃ রায়হান উদ্দিন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান তারেক, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মঈন শেখ, সালাম মূর্শেদী সেবা সংঘের টিম লিডার মোঃ সামসুল আলম বাবু, উপজেলা যুবলীগ এর সহ সম্পাদক হাচান মাহমুদ রাকিব, শেখ সাইদুর রহমান, রুবেল শেখ, মহিলা লীগের নেতৃ পাখি বেগম, আল্পনা বেগম,জয়ন্তী রানী রায়, ঝর্ণা বেগম,পারুল বেগম, আর্জিনা বেগম, অমলা রানী, লক্ষী রানী, সদর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক সৈয়দ জামিল মোর্শেদ মাসুম, যুগ্ম আহবায়ক শেখ আলামিন, যুব মহিলালীগ নেতৃ স্বর্ণালি হাচান, নয়ন তারা, ফাতেমা বেগম প্রমূখ।