ঊষার আলো প্রতিবেদক : দীর্ঘ সাড়ে ১০মাস পর দলের মূল স্রোতে সামিল হলেন বিএনপির সাবেক কেন্দ্রীয় বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও নগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। তিনি একই সাথে ২২ অক্টোবরের বিভাগীয় সমাবেশ সফলের লক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেসক্লাবের সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কর্মসূচি শুরু করেন।
সাবেক এমপি মঞ্জু বলেন, চট্টগ্রাম ও ময়মনসিংহে বিএনপির সমাবেশ ভÐুল করতে সরকার বিভিন্ন কারসাজি করেছে। কিন্তু সরকারের বাধা উপেক্ষা করে বিপ্লবী জনতা বার বার কর্মসূচি সফল করেছে। খুলনার সমাবেশ ব্যর্থ করতে সরকার ইতিমধ্যে গাড়ি চলাচল বন্ধ করেছে। কিন্তু সরকার জানে না পরিবহন বন্ধ রেখে এবং নেতাকর্মীদের বাড়ি বাড়ি তল্লশী করে আন্দোলন দমানো যায় না।
দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি, চাল-ডাল, জ্বালানী তেল, গ্যাস-বিদ্যুৎ, সারসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমুল্যে বৃদ্ধি, দুর্ণীতি-দু:শাসন, গুম-খুন, বিচার বহির্ভুত হত্যাকাÐ ও আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে হত্যার প্রতিবাদ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে খুলনা বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাবেশে যোগ দেয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনার আলোকে সাধারণ কর্মী হিসেবে তিনি ও মহানগর বিএনপি সাবেক নেতৃবৃন্দ ২২ অক্টোবর বিএনপি’র খুলনা বিভাগীয় গণসমাবেশে যোগ দিবেন। পদত্যাগী মহানগর বিএনপির সাবেক নেতৃবৃন্দের বিষয়ে সিদ্ধান্তের ভার চেয়ারম্যান ও মহাসচিবের উপর ছেড়ে দিয়েছেন। প্রেস ব্রিফিং শেষে গণসমাবেশ সফল করতে লিফলেট বিতরণ করেন নজরুল ইসলাম মঞ্জুসহ সাবেক নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, সেকেন্দার জাফর উল্লাহ খান সাচ্চু, শেখ মোশাররফ হোসেন, তারিকুল ইসলাম, এড. বজলার রহমান, এড. ফজলে হালিম লিটন, আব্দুল জলিল খান কালাম, শেখ ইকবাল হোসেন, আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, আসাদুজ্জামান মুরাদসহ অসংখ্য নেতাকর্মী।