ঊষার আলো ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান অর্থ কর্মকর্তার (সিএফও) পদ হতে পদত্যাগ করেছেন আবদুল মতিন পাটোয়ারী।
গতকাল মঙ্গলবার (০৫ অক্টোবর) ডিএসইর ডিজিএম মো. শফিকুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, গত রোববার (৩ অক্টোবর) ডিএসইর ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) কাছে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগপত্র পাঠান। আর তার পদত্যাগের তারিখ নির্ধারণ করেছেন আগামী বছরের ১ জানুয়ারি।
আব্দুল মতিন পাটোয়ারী ডিএসইতে সিএফও হিসেবে যোগ দিয়েছিলেন ২০১৫ সালের ৬ আগস্ট। আগে ডিএসইর সিএফও পদ চুক্তিভিত্তিক থাকায় উচ্চ বেতনে ডিএসইতে যোগ দেন তিনি। তবে ২০১৬ সালে ডিএসইর ‘সি’ লেভেল অর্থাৎ সিএফও, সিওও ও সিটিও পদ তিনটিকে স্থায়ী করা হয়।
(ঊষার আলো-এফএসপি)