ঊষার আলো ডেস্ক : শীর্ষস্থানীয় প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে ২০৩০ সালের মধ্যে সিক্সজি নেটওয়ার্ক চালু করতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির রোটেটিং চেয়ারম্যান এরিক শু। তিনি দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশের শেনজেনে অনুষ্ঠিত হুয়াওয়ে গ্লোবাল অ্যানালিস্ট সামিটে শু এ ঘোষণা দেন।
তিনি অনুষ্ঠানে হুয়াওয়ে শিল্পখাতে সিক্সজি উন্মোচনের প্রয়োজনীয়তা সম্পর্কে তুলে ধরে। কাজেই এজন্য সিক্সজি নিয়ে এক বিশেষ শ্বেতপত্র (হোয়াইট পেপার) প্রকাশিত হতে যাচ্ছে। এ শ্বেতপত্র প্রযুক্তিখাতে নিয়ন্ত্রক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের এবং প্রতিষ্ঠানদের এই প্রযুক্তি সম্পর্কে প্রয়োজনীয় তথ্যাদি দিয়ে সহায়তা করবে।
বর্তমানে হুয়াওয়ে সিক্সজি সম্পর্কিত দুটি বিষয় নিয়ে কাজ করছে। শু জনান, ‘প্রথমত, সিক্সজি কী তা নিরূপণে আমরা শিল্পখাত সংশ্লিষ্টদের সাথে কাজ করছি। সিক্সজি কেমন হবে সেই ব্যাপারেও আমরা ব্যবসায়িক প্রতিষ্ঠান ও গ্রাহকদের সাথে আলোচনা করতে চাই। দ্বিতীয়ত, আমাদের লক্ষ্য ও সিক্সজি’র সম্ভাব্য সংজ্ঞা অনুসারে, আমরা মৌলিক বিজ্ঞান ও সর্বাধুনিক প্রযুক্তিকে নিয়ে গবেষণা করছি, যাতে করে আমরা একসাথে সিক্সজির বিষয়ে যে কাজ করছি তার গুরুত্ব অনুধাবন করতে পারি।’
তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি যে, এটি হুয়াওয়ের জন্য এক বিশেষ ও গুরুত্বপূর্ণ সুযোগ। আমি আরও মনে করি, আমাদের প্রচেষ্টার ফলে আমরা এশিয়া প্যাসিফিক অঞ্চলে রূপান্তর প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে পারবো। আমরা আমাদের উন্নত প্রযুক্তি ও ডিজিটাল রূপান্তরের অভিজ্ঞতা এ অঞ্চলের প্রতিটি দেশে ও শিল্পখাতে, ব্যবসায় ও সরকারি ক্ষেত্রে কাজে লাগাতে পারবো।’
(ঊষার আলো-এফএসপি)