UsharAlo logo
বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সিপিবির উদ্যোগে কমরেড মানিক চন্দ্র সাহার ২১তম হত্যাবার্ষিকী পালিত

ঊষার আলো ডেস্ক
জানুয়ারি ১৫, ২০২৫ ১০:৪১ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা জেলা সম্পাদকম-লীর সাবেক সদস্য, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন খুলনা জেলা সংসদের সভাপতি, একুশে পদকপ্রাপ্ত নির্ভীক সাংবাদিক কমরেড মনিক চন্দ্র সাহার ২১তম হত্যাবার্ষিকী পালন করা হয়। বুধবার (১৫ জানুয়ারি) বিকাল ৫টায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা জেলা কমিটির উদ্যোগে নগরীতে শোভাযাত্রা, খুলনা প্রেসক্লাবে শহীদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ, সমাবেশ অনুষ্ঠিত হয়।

সিপিবি’র কেন্দ্রীয় কমিটির সদস্য ও খুলনা জেলা কমিটির সভাপতি কমরেড ডা. মনোজ দাশের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় সম্পাদকম-লীর সদস্য ও জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড এস এ রশীদ, জেলা সম্পাদকম-লীর সদস্য ও মহানগর সভাপতি মহানগর সভাপতি শ্রমিক নেতা কমরেড এইচ এম শাহাদৎ, যুব ইউনিয়ন মহানগর সাধারণ সম্পাদক সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, ছাত্র ইউনিয়ন জেলা সভাপতি নাহিদ হাসান।

উপস্থিত ছিলেন পার্টির জেলা কমিটির সহকারী সাধারণ সম্পাদক কমরেড শেখ আব্দুল হান্নান, জেলা সম্পাদকম-লীর সদস্য কমরেড মিজানুর রহমান বাবু, মহানগর সাধারণ সম্পাদক কমরেড এ্যাড. নিত্যানন্দ ঢালী, জেলা সদস্য গাজী কমরেড আফজাল হোসেন, কমরেড এ্যাড. প্রীতিষ মন্ডল, মানিক সাহার অনুজ বাংলাদেশ শিক্ষক সমিতির জেলা সাধারণ সম্পাদক পার্টি নেতা কমরেড প্রদীপ সাহা, গণতান্ত্রিক আইনজীবী সমিতির কেন্দ্রীয় কমিটি সহ-সভাপতি এ্যাড. সন্দীপ রায়, সোনাডাঙ্গা থানা সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড নিতাই পাল, খালিশপুর থানা কমিটির সভাপতি কমরেড পলাশ দাশ, সাধারণ সম্পাদক কমরেড মোস্তাফিজুর রহমান রাসেল, নগর নেতা কমরেড ফজলুর রহমান, কমরেড সাইদুর রহমান বাবু, যুব ইউনিয়ন মহানগর সভাপতি আফজাল হোসেন রাজু, ছাত্র ইউনিয়ন জেলা সাধারণ সম্পাদক সুদীপ্ত ম-ল প্রমুখ। এই সময় কমিউনিস্ট পার্টি, ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়নসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করে। সন্ধ্যায় ছাত্র ইউনিয়ন শহীদ বেদীতে মোমবাতি প্রজ্জ্বলিত করে।