ঊষার আলো ডেস্ক : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও যুব ইউনিয়ন সোনাডাঙ্গা থানা’র যৌথ উদ্যোগে শুক্রবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত নগরীর কেডিএ নিউ মার্কেট এলাকা, সোনাডাঙ্গা মেইন রোড, হরিজন পল্লীসহ বিভিন্ন স্থানে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিপিবি সোনাডাঙ্গা থানা সভাপতি বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, সিপিবি নেতা অধ্যাপক সঞ্জয় কুমার সাহা, বাংলাদেশ যুব ইউনিয়নের সোনাডাঙ্গা থানা সভাপতি তুষার বর্মণ, সাধারণ সম্পাদক সুকুর আলী, যুবনেতা শেখর ম-ল, মোঃ আব্দুর রহমান, ইয়াসিন শেখ, অনিক ঘোষ, মোঃ আব্দুল্লাহ, মোঃ হৃদয়, শেখ আব্দুর রহিম, মোঃ আমিনুল ইসলাম, মোঃ সোহানুর প্রমুখ।
মাস্ক বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে যথাযথ নিয়মে মাস্ক ব্যবহার, নিয়মিত হাত ধোয়াসহ স্বাস্থ্যবিধি পালন এবং শারীরিক দূরত্ব বজায় রাখার কোনো বিকল্প নেই। এ সময়ে শ্রমজীবীদের মাঝে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় খাদ্য ও অর্থ সহায়তা প্রদানের জনগণের দাবীর সাথে নেতৃবৃন্দ একাত্মতা প্রকাশ করেন। নেতৃবৃন্দ এ ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।