ঊষার আলো রিপোর্ট : করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি পালনে উদ্বুদ্ধ করার লক্ষ্যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সোনাডাঙ্গা থানা কমিটির উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন দলের খুলনা মহানগর সাধারণ সম্পাদক এড. মোঃ বাবুল হাওলাদার। এ সময়ে নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন থানা সভাপতি বীর মুক্তিযোদ্ধা শিক্ষক নিতাই পাল, সাধারণ সম্পাদক রুস্তম আলী হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা প্রধান শিক্ষক পঙ্কজ রঞ্জন পাল, বীর মুক্তিযোদ্ধা আনন্দ মোহন রায়, অধ্যাপক সঞ্জয় সাহা, এড. গৌরাঙ্গ সরকার প্রমুখ। এ সময়ে নেতৃবৃন্দ জনসাধারণকে স্বাস্থ্যবিধি পালন বিশেষ করে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করেন।
(ঊষার আলো-এমএনএস)