UsharAlo logo
রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সুইডিশ-নরওয়েরসহ ৩ দেশের কূটনৈতিকদের সঙ্গে বিএনপির বৈঠক

usharalodesk
অক্টোবর ৬, ২০২৪ ৩:০৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট :  ঢাকাস্থ সুইডিশ রাষ্ট্রদূত নিকোলাস উইকস, নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন আরালড গুলব্র্যান্ডসেন এবং ডেনিশ দূতাবাস ডেপুটি হেড অব মিশন অ্যান্ডার্স বি কার্লসেন সঙ্গে বৈঠকে করেছে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটি।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে গুলশান সুইডিশ রাষ্ট্রদূতের বাস ভবনে এই বৈঠকে হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বৈঠক বিএনপির পক্ষ থেকে অংশ নিয়েছেন বিএনপি স্থায়ী কমিটি  আন্তর্জাতিক বিষয়ক কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, শামা ওবায়েদ ও ব্যারিস্টার কায়সার কামাল।

এর আগে, শনিবার দুপুর ২টার দিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ছয় সদস্যের প্রতিনিধি দল বৈঠক করে।

বিএনপি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঊষার আলো-এসএ