UsharAlo logo
শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সুখবর দিলেন সানিয়া মির্জা

usharalodesk
মে ২৭, ২০২৩ ১২:০৮ অপরাহ্ণ
Link Copied!

ক্রীড়া ডেস্ক: খেলা থেকে অবসর নিয়েছেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা। তবে খেলা থেকে অবসর নিলেও টেনিসকে ভুলছেন না। আসছে ফ্রেঞ্চ ওপেনের নতুন রূপে দেখা যাবে তাকে। ফিরছেন ধারাভষ্যকার হিসেবে। খবর স্পোর্টস স্টার।

এ বছরই খেলার পাট চুকিয়ে টেনিস ব্যাট তুলে রাখেন সানিয়া। তবে নতুন অ্যাসাইন্টমেন্ট নিয়ে তিনি বলেন, ‘সমর্থকরা এবার আমাকে অন্য ভাবে চিনবে। এত বছর শুধু খেলোয়াড় হিসাবে দেখে এসেছে। এবার আমার অন্য রূপ দেখবে তারা। টেনিস খেলাটা সব সময়ই বড় চ্যালেঞ্জ। কিন্তু ধারাভাষ্য দেওয়ার মধ্যেও একটা বাড়তি উত্তেজনা আছে। আশা করব আমি ধারাভাষ্য দেওয়ায় আরও তরুণ প্রতিভা টেনিস খেলতে আগ্রহী হবে। ভারতীয় টেনিসকে এগিয়ে যাবে তারা।’

৩৬ বছর বয়সি সানিয়া মেয়েদের টেনিসে এক সময় ডবলসে এক নম্বর ছিলেন। তিনি বলেন, ‘ভারতে অনেকেই টেনিস খেলা দেখে। বিশেষ করে গ্র্যান্ডস্ল্যাম। আশা করব এ বছর আরও বেশি লোকে খেলা দেখবে এবং আরও অনেকে খেলতে আগ্রহী হবে।’

প্রায় ২০ বছর আগে লাল বাহাদুর স্টেডিয়ামে প্রথম ডব্লিউটিএ সিঙ্গেলস শিরোপা জিতেছিলেন তিনি। সানিয়ার প্রতিভার পরিচয় পাওয়া গিয়েছিল সেখান থেকেই। সেই স্টেডিয়ামে প্রদর্শনী ম্যাচ খেলে অবসর নিয়েছিলেন তিনি।

ঊষার আলো-এসএ