UsharAlo logo
মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সুজনের প্রতিষ্ঠাবার্ষিকীতে খুলনায় আলোচনা সভা ও মোমবাতি প্রজ্জ্বলন

koushikkln
নভেম্বর ১২, ২০২২ ১০:৪৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : সুশাসনের জন্য নাগরিক সুজনের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শনিবার সন্ধ্যায় নগরীর শেরে বাংলারোডস্থ সুজন মহানগর ও জেলা কার্যালয়ে আলোচনা সভা ও মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচী পালন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সুজন মহানগর কমিটির সহ-সভাপতি এসএম সোহরাব হোসেন, বক্তৃতা করেন জেলা কমিটির সম্পাদক এড. কুদরত ই খুদা, টিআইবির সভাপতি মনোয়ারা বেগম, সুজন মহানগর কমিটির সম্পাদক অধ্যাপিকা রমা রহমান, বিভাগীয় সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু, এড. আনোয়ারা মমতাজ আন্না, এসকেএম তাছাদুজ্জামান, শেখ আঃ হালিম, শাহ মামুনুর রহমান তুহিন, খলিলুর রহমান সুমন, আসিফ ইকবাল, বনানী ঝুমুর, সাব্বির খান, শেখ আইনুল হক, কামরান হাচান মন্টু, গাজী ওহিদুর রহমান টুকু, শেখ হেদায়েত হোসেন প্রমূখ। সভায় আগামী ৪ ডিসেম্বর কমিটির পরবর্তী সভার দিন নির্ধারণ করা হয়।

সভায় বক্তারা স্থানীয় সমস্যা ভিত্তিক ইস্যু নিয়ে কাজ করার আহবান জানান।