UsharAlo logo
শুক্রবার, ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সুজন খালিশপুর থানা কমিটি গঠনে সভা অনুষ্ঠিত

ঊষার আলো
জানুয়ারি ২৭, ২০২৩ ৮:১৫ অপরাহ্ণ
Link Copied!

খবর বিজ্ঞপ্তি : সুশাসনের জন্য নাগরিক সুজন খালিশপুর থানা কমিটি গঠনের লক্ষ্যে শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে স্থানীয় অবকাশ গণগ্রন্থাগারে এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু।

পরিচালনায় ছিলেন সংগঠনের সম্পাদক খলিলুর রহমান সুমন।

সভায় প্রধান অতিথি ছিলেন সুজন বিভাগীয় কমিটির সম্পাদক নাগরিক নেতা এড, কুদরত ই খুদা।

বিশেষ অতিথি ছিলেন সুজন বিভাগীয় সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু।

সভায় ২৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। আগামী দু’ বছর এ কমিটির মেয়াদ। সভায় বক্তৃতা করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি তাহেরুল আলম চৌধুরি, সহ-সভাপতি শফিকুল ইসলাম অভি, ডাঃ আলতাফ হোসেন ও খন্দকার খলিলুর রহমান, সহ- সম্পাদক মোল্লা মুরাদ হোসেন রিপন, প্রচার সম্পাদক খায়রুজ্জামান শামীম, আইন বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম বাদশা, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আবু হোসেন গাজী, নির্বাহী সদস্য আবুল কালাম কাজল, কাজল, বরকত প্রমূখ।

সভায় আগামী ১৫ দিনের মধ্যে কমিটি চূড়ান্ত করার সিদ্ধান্ত হয়।