UsharAlo logo
মঙ্গলবার, ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সুন্দরবনের শিবসা নদীতে ফ্লাইঅ্যাশ নিয়ে কার্গো জাহাজ ডুবি

ঊষার আলো রিপোর্ট
ডিসেম্বর ৩০, ২০২৩ ৪:১৪ অপরাহ্ণ
Link Copied!

সুন্দরবনের শিবসা নদীতে ফ্লাইঅ্যাশ (সিমেন্ট তৈরির কাঁচামাল) বোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুরে শিবসা নদীর ডুবে চরে আটকে পড়ে তলা ফেঁটে ডুবে যায় জাহাজটি। সে সময় জাহাজটিতে থাকা ১২স্টাফ-কর্মচারী সাতরিয়ে কুলে উঠে যান।

বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন’র মোংলা শাখার সহ-সভাপতি মোঃ মাঈনুল হোসেন মিন্টু জানান, ভারতের হলদিয়া বন্দর থেকে ১হাজার ৪২২মেট্টিক টন ফ্লাইঅ্যাশ বোঝাই করে এম,ভি ‘গারোহেরা’ সুন্দরবনের আন্টিহারা নৌপথ দিয়ে মোংলার উদ্দেশ্যে আসছিলো। পথিমধ্যে শুক্রবার দুপুর ২টার দিকে সুন্দরবনের শিবসা নদীর (খুলনা) নলিয়ান এলাকায় পৌঁছালে জাহাজটি ডুবে চরে আটকে একদিকে কাত হয়ে যায়। পরে তলা ফেঁটে ঘটনাস্থালে ডুবে যায় জাহাজটি।

দুর্ঘটনাকবলিত জাহাজে থাকা ১২জন স্টাফ-কর্মচারী সাতরিয়ে কুলে উঠে যান। ভারত থেকে ফ্লাইঅ্যাশ বোঝাই এ জাহাজটি মোংলা বন্দরের শিল্পাঞ্চলে অবস্থিত একটি সিমেন্ট ফ্যাক্টরীতে আসছিলো।

এদিকে এ কার্গো জাহাজ ডুবিতে বাংলাদেশ-ভারত অভ্যন্তরীণ নৌ প্রটোকল রুটে নৌযান চলাচল বিঘ্নিত হওয়ার আশংকা দেখা দিয়েছে বলে জানান লাইটারেজ শ্রমিক ইউনিয়নের নেতা মাঈনুল ইসলাম মিন্টু।