UsharAlo logo
রবিবার, ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরবনে বাঘের মৃতদেহ উদ্ধার : কারণ জানতে ময়নাতদন্তের সিদ্ধান্ত

koushikkln
জানুয়ারি ২৮, ২০২২ ৯:২২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : সুন্দরবনের পূর্ব বন বিভাগের বাগেরহাট জেলাধীন দুবলারচরের কাছে রূপার খাল থেকে একটি রয়েল বেঙ্গল টাইগারের মৃতদেহ উদ্ধার হয়েছে। শুক্রবার (২৮ জানুয়ারি) সকালে বাঘটির মৃতদেহ উদ্ধার করে বন বিভাগ। বাঘটি ‘বার্ধক্যজনিত কারণে’ মারা গেছে বলে বন বিভাগের ধারণা করছে। তবে বিষয়টি নিশ্চিত হতে বাঘটির মৃতদেহের ময়না তদন্ত করা হবে।

সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন জানান, বন বিভাগের সদস্যরা শুক্রবার সকালে টহল দেওয়ার সময় বনের রূপার খালে মৃত অবস্থায় একটি বাঘ ভাসতে দেখে। তারা দ্রুতত মৃত বাঘটি উদ্ধার করে। এটির আনুমানিক বয়স ১৬ থেকে ১৭ বছর। বাঘটি পুরুষ প্রজাতির। মৃত্যুর সঠিক কারণ জানতে বাঘটির ময়নাতদন্ত করা হবে ।

মুহাম্মদ বেলায়েত হোসেন আরো জানান, বন বিভাগের সদস্যরা বাঘটিকে কুলে উঠানোর পর ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখেছে বাঘের শরীরের কোথাও আঘাতে চিহ্ন নেই।