UsharAlo logo
বৃহস্পতিবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

সুরমা নদীতে গোসলে নেমে যুবক নিখোঁজ

ঊষার আলো
মার্চ ২৭, ২০২৩ ১:১১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : সুরমা নদীতে গোসল করতে নেমে এক যুবক নিখোঁজ হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় জানা যায়নি।

সোমবার (২৭ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে ক্বীন ব্রিজ সংলগ্ন চাঁদনীঘাট সিঁড়ি দিয়ে গোসল করতে নেমে নিখোঁজ হন ওই যুবক।

ঘটনার প্রত্যক্ষদর্শী একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত নগরের সুবিদবাজারের বাসিন্দা জাহেদ আহমদ বলেন, ঘটনার সময় ব্রিজের ওপর থেকে দেখি নদীর মাঝখানে একজন ডুবে যাচ্ছেন। দেখতে দেখতে লোকটি তলিয়ে যান। তাৎক্ষণিক জাতীয় পরিষেবা ‘৯৯৯’এ কল দিয়ে সহযোগিতা চাই। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে এসে তাকে উদ্ধারের চেষ্টা চালায়।

বেলা ১১টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরিরার নৌকা রিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। তবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত যুবককে উদ্ধার করা যায়নি।

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ বলেন, গোসল করতে গিয়ে নদীর নিখোঁজ যুবককে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা। কিন্তু এখনো তাকে উদ্ধার সম্ভব হয়নি।

ঊষার আলো-এসএ