মিনার প্রতিকের পক্ষে খুলনা ৪ আসনে ইসলামি ঐক্যজোটের মনোনিত প্রার্থী মুফতি রিয়াজ উদ্দীন ১ জানুয়ারী তার নির্বাচনি এলাকার তেরখাদা সাচিদাহ ইউনিয়ন , ছাগলদাহ ইউনিয়ন , তেরখাদা সদর ইউনিয়ন সহ বিভিন্ন এলাকায় গতকাল ব্যাপক গনংযোগ করেছেন।
এছাড়া দিঘলিয়া পথের বাজারে মিনার প্রতিকের অফিসে নির্বাচনি মিটিং অনুষ্ঠিত হয়। গনসংযোগ কালে তিনি আগামি ৭ জানুয়ারি ভোটকেন্দে গিয়ে তার প্রতিক মিনার মার্কায় ভোট দেওয়ার আহবান জানান এবং তিনি বলেন নির্বাচনে আসার আগে আমাদেরকে প্রতিশ্রতী দেওয়া হয়েছিলো যে সুষ্ঠ নির্বাচন হবে । সকল প্রার্থীর সমান সুযোগ দেওয়া হবে কিন্তু বাস্তবে তা হচ্ছেনা আমাদের বিভিন্ন ভয়ভিতী ও হুমকি ধামকি দেওয়া হচ্ছে সুষ্ঠ পরিবেশ না হলে ইসলামি ঐক্যজোট নির্বাচন বর্জন করতে পারে বলেও তিনি তার বক্তৃতায় এ কথা বলেন।
ইসলামি ঐক্যজোটের প্রার্থী মুফতি রিয়াজ উদ্দীন এ সময় তার সাথে সংগঠনের খুলনা মহানগর, জেলা, উপজেলা সহ বিভিন্ন স্থানের নেতৃবৃন্দ ও ওলামা মাশায়েখবৃন্দ উপস্থিত ছিলেন।