UsharAlo logo
বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সেই র‌্যাব কর্মকর্তার পদোন্নতি নিয়ে প্রশ্ন

usharalodesk
জানুয়ারি ৬, ২০২৫ ২:৫৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট :  জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন র‌্যার-১০ এর অধিনায়ক ফরিদ উদ্দিনের ভূমিকা নিয়ে তোলপাড় উঠেছিল সোশ্যাল মিডিয়ায়।  ভাইরাল হয়েছে একটি ভিডিও। তারপরও কেন ফরিদ উদ্দিনকে পদোন্নতি দেওয়া হয়েছে।

রোববার কেন্দ্রীয় শহীদ মিনারে গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসানের ওপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে ডাকা সমাবেশে এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলন দমাতে সে সময় যাত্রাবাড়ীতে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়েছিলেন ফরিদ উদ্দিন। সেটি গণমাধ্যমেও এসেছিলো। কিন্তু দুঃখজনক বিষয় এই সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে তাকে পুরস্কৃত করেছে। পদোন্নতি দিয়ে সিইও বানানো হয়েছে। কিভাবে তার পদোন্নতি হলো এমন প্রশ্ন তোলেন তিনি।

অর্ন্তবর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার সমালোচনা করে তিনি বলেন, উপদেষ্টা দেশের মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন।

র‌্যাবের সেই কর্মকর্তা ফরিদ উদ্দিনের বিষয়ে তিনি আরও বলেন, ‘এমন একজন অফিসার কিভাবে বিচারের মুখোমুখি না হয়ে পদোন্নতি পায় সেটা আমাদের প্রশ্ন। আজকে বিপ্লবে অংশগ্রহণকারীদের উপর বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে। ভয়ভীতি দেখানো হচ্ছে। আপনাদের বলবো, জনগণের বিরুদ্ধে যাবেন না। জনগণের বিরুদ্ধে গিয়ে শেখ হাসিনা কিন্তু টিকতে পারেনি’।

ঊষার আলো-এসএ