UsharAlo logo
বৃহস্পতিবার, ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সেন্ট্রাল ল’ কলেজের সভাপতি হলেন এ্যাড. সাইফুল ইসলাম

koushikkln
জুন ১৭, ২০২৩ ৪:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট: খুলনা সেন্ট্রাল ল’ কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. সাইফুল ইসলাম।

ছবি: জাতীয় বিশ্ববিদ্যালয় পত্র

গত বৃহস্পতিবার (১৫ জুন) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক ফাহিমা সুলতানার স্বাক্ষরিত এক পত্রে খুলনা সেন্ট্রাল ল’ কলেজের এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়। ৫ সদস্য বিশিষ্ট এই কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন এ্যাড. সাইফুল ইসলাম। এছাড়াও খুলনা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এস এম তারিক মাহমুদকে বিদ্যোৎসাহী সদস্য নির্বাচিত করা হয়েছে। পদাধিকার বলে কমিটির সদস্য সচিব কলেজের অধ্যক্ষ এবং একজন শিক্ষক প্রতিনিধিসহ সভাপতি কর্তৃক মনোনিত আরও একজন দাতা অথবা হিতৈষী সদস্যকে কমিটিতে অন্তর্ভুক্ত করার জন্য ওই পত্রে বলা হয়েছে। আগামী ৬ মাসের মধ্যে নিয়মিত গভর্নিং বডি গঠন করে কলেজের সকল কার্যক্রম সম্পন্ন করার জন্য এডহক কমিটিকে নিদের্শনা দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।