UsharAlo logo
বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সৈকতে বছরের প্রথম সূর্যকে স্বাগত জানিয়েছে হাজারো পর্যটক

usharalodesk
জানুয়ারি ১, ২০২৩ ১২:১৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : বছরের প্রথম সূর্যদয়কে স্বাগত ও নতুন বছরকে বরণ করতে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভিড় করেছিলেন হাজারো পর্যটক।

রোববার (১ জানুয়ারি) কাকডাকা ভোরে সৈকতের জিরো পয়েন্ট, ঝাউবন, গঙ্গামতি, লাল কাকড়ার চর ও কাউয়ার পাড়ে ভিড় জমান পর্যটকরা। তবে ঘন কুয়াশায় সূর্যদয় উপভোগ করতে না পারলেও সকালের প্রকৃতি দেখে মুগ্ধ হয়েছেন তারা।

এদিকে পর্যটকদের নিরাপত্তায় বিভিন্ন পর্যটন স্পটগুলোতে মোতায়েন থাকতে দেখা গেছে ট্যুরিষ্ট পুলিশ সদস্যদের।সাপ্তাহিক ছুটি শেষ হওয়ায় আজ থেকে কুয়াকাটায় পর্যটকদের সংখ্যা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

ঢাকার কামরাঙ্গীর চর থেকে আসা পর্যটক ইয়াসমিন সুমি বলেন, ‘ফজরের আজানের পরই সূর্যদয় উপভোগ করার জন্য সৈকতে এসেছি। পরে গঙ্গামতির চরে গিয়েছেলিাম খুব কাছ থেকে সূর্য উদয় দেখার জন্য। কিন্তু কুয়াশার কারণে সূর্য উদয় উপভোগ করতে না পারলেও মন ভরে সকালের প্রকৃতি উপভোগ করেছি।’

ঢাকার মিরপুর থেকে আসা পর্যটক সালেকিন আহমেদ বলেন, ‘বন্ধুদের নিয়ে সকালেই লাল কাকড়ার চরে গিয়েছি। কিন্তু সূর্যদয় উপভোগ করতে না পারলেও সৈকতে লাল কাকড়ার নিখুত আলপনা উপভোগ করেছি। বেশ আনন্দে কেটেছে আমাদের সময়।’

কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসোশিয়েশনের সাধারণ সম্পাদক মোতালেব শরীফ বলেন, ‘আজ দুপুর পর্যন্ত আমাদের বেশির ভাগ হোটেল বুকিং রয়েছে। বিকেল থেকে পর্যটক কমে যেতে পারে। সাপ্তাহিক ছুটি শেষ হওয়ায় পর্যটকরা নিজেদের গন্তব্যে ফিরে যেতে শুরু করবেন।’

কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশ জোনের সহকারী পুলিশ সুপার আবদুল খালেক বলেন, ‘পর্যটকদের নিরাপত্তায় সবকটি স্পটে আমাদের ট্যুরিষ্ট পুলিশ মোতায়েন রয়েছে।’

ঊষার আলো-এসএ