UsharAlo logo
রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সোনার দাম ভরিতে কমলো ১০৫০ টাকা

koushikkln
সেপ্টেম্বর ২৬, ২০২২ ১০:২৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : দেশের বাজারে সোনার দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৫০ টাকা কমেছে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা কিনতে লাগবে ৮১ হাজার ২৯৮ টাকা। যা সোমবার পর্যন্ত ছিল ৮২ হাজার ৩৪৮ টাকা।

সোমবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এর মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন দাম অনুযায়ী, সোমবার (১৯ সেপ্টেম্বর) থেকে ২২ ক্যারেট প্রতি ভরি সোনা কিনতে লাগবে ৮১ হাজার ২৯৮ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি ৭৭ হাজার ৬২৪ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ৬৬ হাজার ৪৮৫ টাকা, সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা কিনতে লাগবে ৫৫ হাজার ১৭১ টাকা।

তবে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ১ হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকায় অপরিবর্তিত আছে।

সোমবার ২২ ক্যারেট প্রতি ভরি সোনা ৮২ হাজার ৩৪৮ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি ৭৮ হাজার ৬১৬ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ৬৭ হাজার ৪১৮ টাকা, সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৫৫ হাজার ৮৭১ টাকা বিক্রি হয়েছে।