ফুলবাড়ীগেট প্রতিনিধি : খুলনার মিরেরডঙ্গা শিল্প এলাকার ব্যক্তিমালিকানাধীন সোনালী জুট মিল এ্যাডহক কমিটির এক জরুরী সভা সোমবার (২৭ জুন) সকাল সাড়ে ১০ টায় মিল অভ্যন্তরে এ্যাডহক কমিটির আহবায়ক বিল্লাল মোড়লের সভাপতিত্বে ও সোনালী জুট মিল ওয়াকার্স ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ বাবুল এর পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সভায় বক্তৃতা করেন সোনালী জুট মিল ওয়াকার্স ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও বেসরকারী পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেন,ফেডারেশনের সাধারন সম্পাদক গোলাম রসুল খান, সেকেন্দার আলী, লিয়াকত মুন্সি, ওবায়দুর রহমান, বাবুল খান, লুঃফর হোসেন, মোকলেছ শেখ প্রমুখ ।
সকল প্রকার ষড়যন্ত্র মোকাবেলা করে পুনরায় উৎপাদনে যাওয়াতে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান এমপি, খুলনা বিভাগীয় শ্রম পরিচালক মোঃ মিজানুর রহমান শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর এপিএস শাহাবুদ্দিন আহম্মেদ ও বেসরকারী পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের নেতৃবৃন্দদের কে অভিনন্দন জানান সোনালী জুট মিল এ্যাডহক কমিটি সাধারন শ্রমিক কর্মচারীরা। একই সাথে মিল বন্দের ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকার আহবান জানান নেতৃবৃন্দ।