UsharAlo logo
সোমবার, ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সোমবার জুলাই বিপ্লব দিবস পালন করবে বিপ্লবী ছাত্র পরিষদ

ঊষার আলো রিপোর্ট
জুলাই ১৩, ২০২৫ ৭:২৪ অপরাহ্ণ
Link Copied!

চব্বিশের জুলাই বিপ্লবের স্মরণে সোমবার জুলাই বিপ্লব দিবস পালন করবে বিপ্লবী ছাত্র পরিষদ। এ উপলক্ষে সংগঠনটি জুলাই গণহত্যার বিচার দাবিতে বিক্ষোভসহ নানা কর্মসূচি পালন করবে।

রোববার সংগঠনের সহকারী সদস্য সচিব জিহাদী ইহসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চব্বিশের ১৪ জুলাই তৎকালীন ফ্যসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি চাকরিতে কোটা বৈষম্য বিরোধী আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের ‘রাজাকারের নাতিপুতি’ ট্যাগ দিয়ে জুলাই নিপীড়ন ও গণহত্যার মুখে ঠেলে দেন। এর প্রতিবাদে ওইদিন রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষার্থীরা ‘আমি কে তুমি কে, রাজাকার রাজাকার’ স্লোগান দিয়ে ঐতিহাসিক বিদ্রোহের সূচনা করেন। এর মধ্য দিয়ে ১৬ বছর ধরে চেপে বসা শেখ হাসিনার বিভাজন ও ট্যাগের ফ্যসিবাদী রেজিমের পতন অনিবার্য হয়ে পড়ে। ফলে ১৪ জুলাই প্রকৃতই বিপ্লবের দিনে পরিণত হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জুলাই বিপ্লব থেকে জন্ম নেওয়া ছাত্র সংগঠন হিসেবে বিপ্লবী ছাত্র পরিষদ প্রতি বছর ১৪ জুলাইকে বিপ্লব দিবস হিসেবে পালন করবে। এর অংশ হিসেবে সোমবার জুলাই গণহত্যার বিচার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

এছাড়া জুলাই বিপ্লবের ফলে ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হওয়ায় এ দিনকে বিজয় দিবস হিসেবে পালন করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ঊষার আলো-এসএ