UsharAlo logo
শনিবার, ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সোমবার ১২ ঘণ্টা বিদ্যুৎবিছিন্ন থাকবে শ্রীমঙ্গল

ঊষার আলো
জুন ২৭, ২০২২ ১১:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : রক্ষণাবেক্ষণ কাজের জন্য সোমবার (২৭ জুন) সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে শ্রীমঙ্গল উপজেলায়।মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির (মৌপবিস) পক্ষ থেকে এই তথ্য জানান বিদ্যুৎ সরবরাহ বিভাগের এজিএম মোহাম্মদ আশরাফুল।

তিনি বলেন, পাওয়ার গ্রিড কোম্পানির শ্রীমঙ্গল আঞ্চলিক কার্যালয়ের ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের বৈদ্যুতিক লাইনের আপগ্রেডেশন (উন্নত ধাপে প্রতিস্থাপন) করা হবে। সেজন্য সোমবার (২৭ জুন) সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শ্রীমঙ্গল উপজেলায় বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ থাকবে।

নাম প্রকাশে অনিচ্ছুক শ্রীমঙ্গল গ্রিড সংরক্ষক বিভাগের এক কর্মকর্তা বলেন, ১৩২ কেভি মানে এক লাখ ৩২ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইন।যা মারাত্মক ভয়ংকর এবং একটু অব্যবস্থাপনায় পুরোপুরি ঝুঁকিপূর্ণ। সাম্প্রতিক সময়ে এখানকার বিদ্যুৎ বিতরণে কিছুটা সমস্যা তৈরি হওয়ায় তা রক্ষণাবেক্ষণ জরুরী হয়ে পড়েছে।তিনি সম্মানিত গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য গ্রিড উপকেন্দ্রের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন।

ঊষার আলো-এসএ