UsharAlo logo
মঙ্গলবার, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

স্কাউটস ফাউন্ডেশনের খুলনা আঞ্চলিক কনভেনশন অনুষ্ঠিত

pial
নভেম্বর ২০, ২০২২ ৩:০৩ অপরাহ্ণ
Link Copied!

তথ্যবিবরণী : বাংলাদেশ স্কাউটস ফাউন্ডেশনের খুলনা আঞ্চলিক কনভেনশন আজ (শনিবার) রাতে খুলনা সার্কিট হাউজের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন (দুদক) এর কমিশনার (অনুসন্ধান) ড. মোঃ মোজ্জাম্মেল হক খান।

প্রধান অতিথির বক্তৃতায় কমিশনার বলেন, স্কাউট আন্দোলন বিশ্বব্যাপী স্বীকৃত স্বেচ্ছাসেবী ও শিক্ষামূলক আন্দোলন। স্কাউট আন্দোলনকে আরো গতিশীল করতে হবে। স্কাউটিং শিক্ষা কার্যক্রমের অবিচ্ছেদ্য অংশ। শিক্ষার পাশাপাশি সৎ, চরিত্রবান, আত্মপ্রত্যয়ী নাগরিক গড়ে তোলার ক্ষেত্রে স্কাউট আন্দোলনের গুরুত্ব অপরিসীম। তিনি বলেন, তরুণদের স্কাউটে সম্পৃক্ত করতে পারলে তারা অন্যায়, মাদক, সন্ত্রাসসহ সকল খারাপ কাজ থেকে বিরত থাকবে। স্কাউটস ফাউন্ডেশন মানুষের কল্যাণে কাজ করে। দুর্যোগের সময়ে এই ফাউন্ডেশন এগিয়ে আসে। স্কাউটিং একজন তরুণকে সবধরনের পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার পাশাপাশি মানবদরদী হতে শেখায়। বাংলাদেশে প্রায় ২৩ লাখ স্কাউট সদস্য রয়েছে। সরকার এই ফাউন্ডেশনকে সাহায্য সহযোগিতা করে আসছে।

বাংলাদেশ স্কাউটস ফাউন্ডেশনের সভাপতি ড. মোঃ আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ আব্দুর রশীদ, বাংলাদেশ স্কাউটস ফাউন্ডেশন খুলনা অঞ্চলের সভাপতি প্রফেসর ড. মোঃ আহসান হাবীব, জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার ও পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান। স্বাগত জানান বাংলাদেশ স্কাউটস ফাউন্ডেশনের জাতীয় কমিশনার সাফিনা রহমান। কনভেনশনে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ স্কাউটস ফাউন্ডেশনের জাতীয় কমিশনার এসএম ফজলুল হক আরিফ। ধন্যবাদ জানান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) কেএম সাইদুজ্জামান।

কনভেনশনে খুলনা বিভাগের ১০ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও স্কাউট প্রতিনিধিরা অংশ নেন।

(ঊষার আলো-এফএসপি)