UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

স্ত্রী বাড়ি থেকে ফিরে না আসায় স্বামীর আত্মহত্যা

usharalodesk
এপ্রিল ১৯, ২০২১ ৯:৫৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : নড়াইলের কালিয়া উপজেলার চোরখালী-বড়দিয়া আশ্রায়ন প্রকল্পে সাগর বিশ্বাস (২৩) নামে এক যুবক আত্মহত্যা করেছে। সোমবার (১৯ এপ্রিল ) দুপুর ২ টার দিকে এ আত্মহত্যার ঘটনা ঘটে। নিহত সাগর বিশ্বাস ওই আশ্রায়ন প্রকল্পের বাসিন্দা শাহিন বিশ্বাসের ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, সাগর ইট ভাঙ্গা ট্রলিতে দিন মজুরের কাজ করত। সে মাগুরা জেলার মোহাম্মাদপুরে বিবাহ করে। তার স্ত্রী বেশ কিছুদিন বাপের বাড়ি চলে যায়। সাগর তাকে আসতে বললেও স্বামীর ঘরে আসে না। এরই ধারাবাহিকতায় রোববার (১৮ এপ্রিল) সাগরের পিতামাতার সাথে তার ঝগড়া হয় এবং পরদিনই সাগর তার ঘরে আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহননের পথ বেছে নেয়।
প্রতিবেশীরা তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে আত্মহত্যাকারী সাগরের স্ত্রী সাথে যোগাযোগের চেষ্টা করেও সংযোগ করা যায়নি।
কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ কনি মিয়া বলেন, সাগরের লাশের সুরতহাল তৈরী করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নড়াইল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

(ঊষার আলো-এমএনএস)