UsharAlo logo
শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

স্বপ্নছোঁয়া সমাজকল্যাণ যুব সংস্থার কমিটি গঠন

koushikkln
ডিসেম্বর ৩০, ২০২২ ১০:৫৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ইয়াছিন আরাফাত-কে সভাপতি ও খলিলুর রহমান মোড়ল-কে সাধারণ সম্পাদক করে খুলনার কয়রা উপজেলার মহেশ^রীপুর ইউনিয়নে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নছোঁয়া সমাজকল্যাণ যুব সংস্থার ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকালে কালিকাপুর এলাকায় সংগঠনের কার্যালয় চত্বরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে উপদেষ্ঠামন্ডলী ইউপি চেয়ারম্যান প্রভাষক শাহনেওয়াজ শিকারী, প্রাক্তন শিক্ষক মোঃ আব্দুল করিম গাজী, শিক্ষক মোঃ আমিরুল ইসলাম, আঃ হান্নান মোড়ল, আঃ জলিল মোড়ল ও মিজানুর রহমানসহ উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি মোঃ ইসমাইল হোসেন সিরাজী, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আল আমিন মোড়ল, কোষাধ্যক্ষ মোঃ শাহিনুর ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ মেহেদী হাসান, দপ্তর সম্পাদক মোঃ আজহারুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক অনিমেষ বৈদ্য অলোক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ সাত্তার মোড়ল, ধর্ম ও সমাজকল্যাণ সম্পাদক হাফেজ সানাউল্লাহ মোড়ল, সদস্য মোঃ অহিদুজ্জামান গাজী, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ জামাল ফারুক, মোঃ ইমরান হোসেন, মোঃ আবুল কাশেম, মোঃ আরিফুল ইসলাম, মোঃ আব্দুল্লা আল জাহিদ, মোঃ শাকিব হাসান রাজা, মোঃ এনামুল মোড়ল, মোঃ আনিসুর রহমান, মোঃ নাহিদ হাসান।