পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনা-০৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ ঐতিহ্যবাহী একটি রাজনৈতিক দল। এদেশ এবং এদেশের মানুষের জন্য যে দলটির জন্ম হয়েছে। তিনি বলেন, আওয়ামীলীগ একদিকে যেমন স্বাধীনতার পূর্বে এদেশের মানুষকে সাথে নিয়ে পাকিস্তানের দুঃশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন করেছিল, তেমনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করেছিল। এমপি বাবু আরও বলেন, স্বাধীনতা পূর্ব এবং স্বাধীনতা পরবর্তী প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে আওয়ামী লীগ অগ্রণী ভূমিকা রেখেছে। তিনি বলেন আওয়ামীলীগ একদিকে যেমন এদেশের মানুষকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করেছে, তেমনি এ দেশের মানুষের অর্থনেতিক মুক্তি ও এনে দিয়েছে। দেশের মানুষ পাশে থাকলে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকার আগামীতে দেশের মানুষকে স্মার্ট বাংলাদেশ উপহার দিবে বলে তিনি মন্তব্য করেন।
শুক্রবার (২৩ জুন) সকালে পাইকগাছা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত দলটির প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তৃতায় তিনি এসব কথা বলেন। উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু’র সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও সাবেক এমপি এ্যাডঃ সোহরাব আলী সানা। বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ নেতা ইঞ্জিনিয়ার জিএম মাহবুবুল আলম, ড. শেখ মোহাম্মদ শহীদ উল্লাহ, শেখ আনিছুর রহমান মুক্ত, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি সমীরণ সাধু, সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, সাবেক উপজেলা চেয়ারম্যান রশীদুজ্জামান, মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান গাজী, রিপন কুমার মন্ডল, সাবেক চেয়ারম্যান আলহাজ¦ মুনছুর আলী গাজী, আওয়ামীলীগ নেতা হেমেশ চন্দ্র মন্ডল, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, জিএম ইকরামুল ইসলাম, এস এম রেজাউল হক, আরশাদ আলী বিশ্বাস, বিজন বিহারী সরকার, শেখ ইকবাল হোসেন খোকন, নির্মল বৈদ্য, বিভ‚তি ভ‚ষণ সানা, নির্মল চন্দ্র অধিকারী, ড. শংকর দেবনাথ, এসএম সামছুর রহমান, সহকারী অধ্যপক মশিউর রহমান, সেখ রুহুল কুদ্দস, জুলি শেখ, কৃষ্ণপদ মন্ডল, যুবলীগ নেতা আব্দুর রাজ্জাক রাজু, জগদীশ চন্দ্র রায়, এমএম আজিজুল হাকীম, আকরামুল ইসলাম, দীপংকর মন্ডল, শেখ রাজু আহমেদ, জামাল হোসেন, গৌরাঙ্গ মন্ডল, নাজমা কামাল, প্রভাষক নিবেদিতা মন্ডল, জেলা ছাত্রলীগ নেতা মৃণাল কান্তি বাছাড়, উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ প্রতীম চক্রবতী ও ছাত্রলীগ নেতা রাহয়ান পারভেজ রনি। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু। অনুষ্ঠানের শুরুতেই বর্ণাঢ়্য এক শোভাযাত্রা উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন দলীয় নেতৃবৃন্দ।