UsharAlo logo
মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

স্বাধীনতা সাংবাদিক নির্বাচন প্রচারণা কমিটি’র  মিডিয়া সেন্টারের উদ্বোধন

ঊষার আলো ডেস্ক
ডিসেম্বর ২০, ২০২৩ ৯:১০ অপরাহ্ণ
Link Copied!

বুধবার সন্ধ্যায় সাংবাদিকদের উপস্থিতিতে ফিতা কেটে ‘স্বাধীনতা সাংবাদিক নির্বাচন প্রচারণা কমিটি’র মিডিয়া সেন্টারের উদ্বোধন করেন সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল ও সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শিদী।

এ সময় খুলনা প্রেসক্লাবের শহীদ শেখ আবু নাসের ব্যাংকুয়েট হলে স্বাধীনতা সাংবাদিক ফোরম খুলনা’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, সাধারণ সম্পাদক এস এস জাহিদ হোসেন, স্বাধীনতা সাংবাদিক নির্বাচন প্রচারণা কমিটি’র আহবায়ক এস এম নজরুল ইসলাম, সদস্য সচিব ফারুক আহমেদ, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা,

খুলনা সদর থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট মোঃ সাইফুল ইসলাম, সাংবাদিক মল্লিক সুধাংশু, আসাদুজ্জামান খান রিয়াজ, মোজাম্মেল হক হাওলাদার, মোঃ হুমায়ুন কবীর, সেখ মোঃ সেলিম, দিলীপ কুমার বর্মন, এস এম ফরিদ রানা অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

মিডিয়া সেন্টারের উদ্বোধনকালে নির্বাচন প্রচারণা কমিটির নেতৃবৃন্দ বলেন, স্বাধীনতা সাংবাদিক ফোরাম, খুলনার অধীনে মুক্তিযুদ্ধের চেতনা লালনকারী সাংবাদিকদের নিয়ে গঠিত ‘স্বাধীনতা সাংবাদিক নির্বাচন প্রচারণা কমিটি’ জাতীয় সংসদ নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনার প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেবে এবং প্রার্থীর নির্বাচনী কার্যক্রম ও বর্তমান সরকারের উন্নয়নমূলক কার্যক্রম গণমাধ্যমে তুলে ধরবে।

এসময় সংসদ সদস্যদ্বয় আগামী নির্বাচনে খুলনা-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেখ সালাহউদ্দিন জুয়েল ও খুলনা-৪ আসনের প্রার্থী আব্দুস সালাম মূর্শেদী খুলনার বিভিন্ন আসনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী মুক্তিযুদ্ধের পক্ষের প্রার্থীরা যাতে জয়লাভ করতে পারেন সে ব্যাপারে স্বাধীনতা সাংবাদিক নির্বাচন প্রচারণা কমিটি কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, খুলনা প্রেসক্লাবের শহীদ শেখ আবু নাসের ব্যাংকুয়েট হলে নির্বাচন প্রচারণা কমিটির মিডিয়া সেন্টারের উদ্বোধন করা হলেও এর সামগ্রিক কার্যক্রম পরিচালিত হবে মহানগরীর শহীদ হাদিস পার্কের পশ্চিম পাশে ১, পি সি রায় রোডের দোতালায় অবস্থিত সাপ্তাহিক খুলনার অর্থনীতি পত্রিকার কার্যালয় থেকে।