UsharAlo logo
বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

স্বাধীনতা সাংবাদিক ফোরামে’র নির্বাচন প্রচারণা কমিটি গঠিত

ঊষার আলো ডেস্ক
ডিসেম্বর ১৯, ২০২৩ ৩:৪৫ অপরাহ্ণ
Link Copied!

বেগম ফেরদৌসী আলীকে প্রধান উপদেষ্টা এবং এস এম নজরুল ইসলামকে আহবায়ক, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, শেখ আবু হাসান, এস এম জাহিদ হোসেন, মামুন রেজা, মোহাম্মদ আলী সনি, মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ ও আসিফ কবিরকে যুগ্ম-আহবায়ক,

ফারুক আহমেদকে সদস্য সচিব, মোঃ শাহ আলম, এস এম সাহিদ হোসেন, মল্লিক সুধাংশু, আসাদুজ্জামান খান রিয়াজ ও শেখ মোঃ সেলিমকে যুগ্ম-সদস্য সচিব করে ‘স্বাধীনতা সাংবাদিক নির্বাচন প্রচারণা কমিটি’র ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

সোমবার খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত স্বাধীনতা সাংবাদিক ফোরাম, খুলনা’র কার্যনির্বাহী কমিটির সভায় এই নির্বাচন প্রচারণা কমিটি গঠন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু। সঞ্চালনা করেন ফোরামের সাধারণ সম্পাদক এস এম জাহিদ হোসেন।

সভায় খুলনা-২ আসনের খুলনা সদর থানার সমন্বয়কারী হিসেবে মোঃ সাহেব আলী ও সুনীল কুমার দাসকে, খুলনা-৩ আসনের  সমন্বয়কারী হিসেবে মোঃ শাহ আলম, মোঃ হুমায়ুন কবীর, আনোয়ারুল ইসলাম কাজল, শেখ লিয়াকত হোসেন, মোজাম্মেল হক হাওলাদার ও শেখ তৌহিদুল ইসলাম তুহিনকে দায়িত্ব দেয়া হয়।

 এছাড়া খুলনা-১ আসনের সমন্বয়কারী হিসেবে এস এম ফরিদ রানা ও মোঃ আব্দুল হামিদকে এবং বাগেরহাট-৩ আসনের সমন্বয়কারী হিসেবে বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি,সাধারণ সম্পাদক ও শেখ ইলিয়াস আহমেদকে দায়িত্ব দেয়া হয়। প্রয়োজনে প্রচারণা কমিটির কলেবর ও সমন্বয়কারীর সংখ্যা বাড়ানো হতে পারে বলে সভায় সিদ্ধান্ত নেয়া হয়।

স্বাধীনতা সাংবাদিক ফোরাম, খুলনার অধীনে মুক্তিযুদ্ধের চেতনা লালনকারী সাংবাদিকদের নিয়ে গঠিত ‘স্বাধীনতা সাংবাদিক নির্বাচন প্রচারণা কমিটি’ জাতীয় সংসদ নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনার প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেবে এবং প্রার্থীর নির্বাচনী কার্যক্রম ও বর্তমান সরকারের উন্নয়নমূলক কার্যক্রম গণমাধ্যমে তুলে ধরবে।